বিজয় সেতুপতির ছবির সেটে মৃত্যু স্টান্টম্যানের, কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
মর্মান্তিক খবর দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে! সুপারস্টার বিজয় সেতুপতির নতুন ছবি ‘বিদুথালাই’ (Viduthalai)-এর শ্যুটিং সেটে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের। এই তামিল ছবির একটি দৃশ্যের শ্যুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন স্টান্টম্যান এস সুরেশ।
জানা যাচ্ছে, ২০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু হয়েছে স্টান্টম্যানের। একটি দড়ি দিয়ে নিজেকে বেঁধে রেখেছিলেন সুরেশ। কিন্তু সেই দড়ি আচমকা ছিঁড়ে যেতেই বিপত্তি। গত শনিবার সকালে ঘটেছে এই হাড়হিম করা ঘটনা। ৫৪ বছর বয়সী স্টান্টম্যানের মৃত্যুর ঘটনায় ওত্তেরি পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক স্টান্টম্যান। পরিচালক ভেট্রিমারানের এই ছবিতে বিজয় সেতুপতি ছাড়াও লিড রোলে রয়েছে সুরি।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্রেন থেকে দড়ির সাহায্যে ঝুলছিলেন সুরেশ। ছবির দৃশ্য অনুযায়ী স্টান্টম্যানকে একটি অস্থায়ী ব্রিজের উপর থাকা ট্রেনের ছাদে ঝাঁপ দিতে হত। সুরেশ ঝাঁপ মারতেই ছিঁড়ে যায় দড়ি এবং ২০ ফুট নীচে সজোরে পড়েন তিনি। তাঁকে দ্রুত চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যু হয় সুরেশের।
এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কমল হাসানের ইন্ডিয়ান ২ ছবির সেটে তিন টেকনিশিয়ানের মৃত্যু হয়েছিল দুর্ঘটনার কবলে পড়ে। এরপর প্রায় দু-বছর আটকে ছিল ছবির শ্যুটিং। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় ৩০ বছর কাজের অভিজ্ঞতা ছিল সুরেশের। তবুও এড়ানো গেল না দুর্ঘটনা। এই ঘটনার পর ফের একবার ছবির সেটে স্টান্টম্যানদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রযোজনা সংস্থার থেকে এখনও সুরেশের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কিছু জানানো হয়নি। কমল হাসানের ছবির সেটে মৃত তিন টেকনিশিয়ানের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিয়ে ছিলেন কমল হাসান।
For all the latest entertainment News Click Here