বিছানায় উঠতেও প্রেমিকের সাহায্য লাগে ইলিয়ানার!
মা হতে চলেছেন ইলিয়ানা। প্রথম যেদিন এই খবরটা প্রকাশ্যে আসে সবাই যেন আকাশ থেকে পড়েছিলেন। না বলিউড বা অন্যত্র বিয়ের আগেও অনেকেই মা হন, কিন্তু এভাবে সন্তান আসার খবর দেওয়ায় হতচকিত হয়ে যান অনেকেই। সঙ্গেই ঘনায় রহস্য তাঁর সন্তানের বাবাকে? এই প্রশ্নের উত্তর বহুদিন সকলের মনেই ঘুরপাক খেয়েছে। আর হবে নাই বা কেন, অভিনেত্রী যে তাঁর প্রেমিকের নামটাই প্রকাশ্যে আনেননি এতদিন। যদিও হালফিলে সেই নাম তিনি প্রকাশ্যে এনেছেন। পরিচয় করিয়েছেন তাঁর আসন্ন সন্তানের বাবার সঙ্গে। এবার তাঁর প্রেগনেন্সি নিয়ে একটা মিষ্টি আপডেট দিলেন নায়িকা।
‘বরফি’ খ্যাত অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে এদিন একটি ছোট্ট কিন্তু মিষ্টি নোট লেখেন। ইলিয়ানার কথায়, ‘আমি ভেবেছিলাম আমি একটা খুব সুন্দর প্রেগন্যান্ট পিরিয়ড কাটাব। কিন্তু আমি এখন গোলুমোলু বলে পরিণত হয়েছি। বিছানায় উঠতে গেলেও আমাকে ধাক্কা মেরে তুলতে লাগে।’ তিনি তাঁর এই পোস্টেই জানান তাঁর প্রেমিক তাঁকে সাহায্য করেন বিছানায় উঠতে।
প্রসঙ্গত এই সময় যে মুড সুইংস চলে সেই বিষয়েও কদিন আগে কথা বলছিলে। ইলিয়ানা ডিক্রুজ। তিনি লিখেছিলেন তাঁর মাঝে মধ্যেই ভীষণ একা লাগে, আশা দেখতে পান না কিছুরই। সেই কথা মনে রেখে তিনি তাঁর প্রেমিকের সঙ্গে আলাপ করিয়ে তাঁর কিছু ছবি করে কিছুদিন আগে লিখেছিলেন, ‘আমি যখন নিজেকে ভালোবাসতে ভুলে গিয়েছিলাম, ও আমায় আগলে রেখেছিল। আমি যখন ভেঙে পড়েছি ওই আমায় শক্ত করে ধরে রেখেছে। আমার কান্না মুছিয়েছে। আমায় হাসানোর জন্য কত জোকস বলেছে। বা স্রেফ জড়িয়ে ধরেছে। তারপর আর আমার কোনও কিছুকেই কঠিন বলে মনে হয়নি।’
আরও পড়ুন: ক্যাটরিনার ভাই নন, হবু মা ইলিয়ানা ছবি শেয়ার করলেন অনাগত সন্তানের বাবার! কে সে?
প্রসঙ্গত আগামীতে অভিনেত্রীকে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে এখানে রণদীপ হুডা থাকবেন।
For all the latest entertainment News Click Here