বিচ্ছেদ জল্পনার মাঝেই নবনীতাকে নিয়ে নতুন পোস্ট করলেন জিতু কমল, সংশয়ে নেটপাড়া
জিতু-নবনীতার সম্পর্ক কি সত্যিই ভাঙনের পথে? এনিয়ে বিস্তর চর্চা চলছেই। জিতু-নবনীতার মধ্যে ঠিক কী ঘটছে তা নিয়ে সংশয়ে নেটপাড়ার বাসিন্দারা। নবনীতা বিচ্ছেদের কথা ঘোষণা করলেও জিতু বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই রেখেছেন। এরই মাঝে ফেসবুকে নতুন পোস্ট করলেন জিতুকমল।
ঠিক কী আছে সেই পোস্টে?
স্ত্রী নবনীতার পাশে হাতজোড় করে দাঁড়িয়ে থাকার একটি ছবি পোস্ট করেছেন জিতুকমল। ক্য়াপশানে লিখেছেন, ‘নাম-ময়োহো-রেঙ্গে-কিও।’ এমন লেখা পড়ে নেটপাড়ার অনেকেই হয়তবা অর্থ বুঝে উঠতে পারেননি। এটি হল জাপানি ভাষায় লেখা একটি বৌদ্ধ মন্ত্র। নিচিরেন বৌদ্ধধর্মে এই মন্ত্র উচ্চারণ করা হয়। জীবনের কঠিন সমস্যা থেকে মুক্তি পেতে এই মন্ত্র জপে বিশ্বাসী গৌতম বৌদ্ধের অনুগামীরা। বিশ্বাস করা হয়, এই মন্ত্র নিয়মিত অনুশীলনের মাধ্যমে, মানুষজন তাঁদের জীবনকে সক্রিয় করতে ও যন্ত্রণা মুক্ত করতে সক্ষম হন। এই মন্ত্রের হাত ধরেই কঠিন রাস্তা সহজেই পার হওয়া যায়। প্রশ্ন উঠছে তবে জিতু কি দাম্পত্য জীবনে সত্যিই কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন? নাকি নবনীতার সঙ্গে সবকিছু ঠিক করে নেওয়ার চেষ্টা করছেন জিতু? নেটপাড়ার অনেকেই অবশ্য তারকা দম্পতিকে তেমন পরামর্শই দিয়েছেন।
এবিষয়ে জিতু কমল সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন, এনিয়ে তিনি কোনও মন্ত্র উচ্চারণ করবেন না। তাঁর এই পোস্ট দিতে ইচ্ছা হয়েছে, তাই দিয়েছেন। নবনীতার সঙ্গে বিচ্ছেদ হচ্ছে কি হচ্ছে না, এনিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। এটা তাঁর ব্যক্তিগত বিষয়।
এদিকে বিচ্ছেদ নিয়ে নবনীতা দাস সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেও জিতু নিরবেই রয়েছেন। এর আগে আরও একটি ফেসবুক পোস্টে জিতু স্পষ্ট করেছিলেন ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখাই ভালো। যা লিখেছিলেন,তার বাংলা অর্থ ছিল, ‘জীবন ব্যক্তিগতই থাকুক, বেড়াতে গেলেও কাউকে বলবেন না, নতুন বন্ধু খুঁজে পেলেও কাউকে জানাবেন না। ভালো আছেন, সেটাও কাউকে বলবেন না। মানুষ ভালো জিনিস ধ্বংস করে দেয়।’
যদিও নবনীতা দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা গত তিনমাস ধরেই আলাদা থাকছিলেন, বিচ্ছেদ নিয়ে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। মাঝে শুধু আগে থেকে টিকিট কাটা ছিল বলে একসঙ্গে লন্ডনে গিয়েছিলেন। তবে জানিয়েছেন বিচ্ছেদ হলেও ইন্ডাস্ট্রিতে সহকর্মী হিসাবে সু-সম্পর্ক বজায় রাখতে চান তাঁরা। সম্পর্ক ভাঙলেও তিক্ততা রাখতে চান না।
For all the latest entertainment News Click Here