বিচ্ছেদের জল্পনাই সার, ‘দীপবীর’ আছেন দীপবীরেই, ধরা পড়ল এই ছবিতে…
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দীপিকা-রণবীরের বিচ্ছেদের জল্পনা ছড়িয়ে পড়ে। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে দীপিকা তাঁর অভিনেতা স্বামী রণবীরের হাত ধরতে অস্বীকার করলে অনেকেই ধরে নিয়েছিলেন তাঁদের দুজনের হয়ত ঝগড়া হয়েছে। আর সেখান থেকেই ছড়িয়ে যায় বিচ্ছেদের গুঞ্জন। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ত হতেই পারে, তবে বিচ্ছেদ! নাহ ‘দীপবীর’ আছেন দীপবীরেই।
রণবীর বরাবরই দীপিকাকে চোখে হারান। আজকাল জিমটাও দীপিকার সঙ্গেই করছেন রণবীর। সম্প্রতি ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালার সঙ্গে সেলফি তুলতে দেখা গেল ‘দীপবীর’কে। সেই ছবি ইনস্টাস্টোরিতে পোস্ট করেছেন ইয়াসমিন। ছবিতে দীপিকাকে স্পোর্টস ব্রা ও যোগা প্যান্টে দেখা যাচ্ছে। আর রণবীর পরেছেন কালো টি-শার্ট জ্যাকেট ও সাদা সানগ্লাস। ট্রেনার ইয়াসমিনকেও কালো টি-শার্ট ও কমলা রঙের প্যান্টে দেখা যাচ্ছে।
আরও পড়ুন-তামিল ‘টাম টাম’ গানে নেচে ট্রেন্ডিংয়ে হৃত্বিক রোশন, নেটপাড়া বলছে…
আরও পড়ুন-‘বুক ঢেকে’ তবেই সেটে ঢোকা যাবে, সলমনের কড়া নিয়ম ফাঁস করলেন পলক তিওয়ারি
সম্প্রতি ভুটান থেকে ফিরেছেন দীপিকা। ভূটানে বেড়ানোর ছবি ফ্যান পেজে শেয়ার করা হয়েছে,যেখানে দিপ্পিকে নো-মেকআপ লুক দেখে গিয়েছে। ভূটানের বিভিন্ন ক্যাফে এবং বৌদ্ধ মন্দির পরিদর্শন করতে দেখা গিয়েছিল দীপিকাকে৷ ভুটানের ‘টাইগারস নেস্ট’ নামে পরিচিত পারো তাকসাং-এ তাঁকে অনুরাগীদের সঙ্গে পোজ দিতে গিয়েছিল। ভুটানে দীপিকার সঙ্গে একটি ছবি শেয়ার করে, একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, এটি ছবিটি অভিনেত্রী হয়ত নিজেও পোস্ট করতে পারতেন। তবে আমি ওঁর গোপনীয়তাকে সম্মান করি।পর্দার মতোই উনি অফ স্ক্রিনেও সুন্দর। আমাদের এখানে এসে উনি নির্দ্বিধায় ছবি তুললেন। একটি ফ্যান পেজ ভুটানে এক দম্পতির সঙ্গে দীপিকার একটি ছবিও শেয়ার করা হয়। ভূটানে বেড়াতে যাওয়া আগে রণবীর-দীপিকা গিয়েছিলেন মুম্বইয়ে আয়োজিত নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে।
For all the latest entertainment News Click Here