বিগ ব্যাশে ১১ম্যাচ, পাশাপাশি এমিরেটস টি-২০ খেলার সিদ্ধান্ত কেকেআরের প্রাক্তনীর
শুভব্রত মুখার্জি: বিশ্বের ফ্রাঞ্চাইজি টি-২০ লিগ ক্রিকেটে এবার এক অভিনব ঘটনার সম্মুখীন হতে চলেছে ভক্তরা। সামনের বছর একই সময়ে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও আরব আমিরাশির নতুন ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএল টি-টোয়েন্টি) টুর্নামেন্ট। একই সময়ে ২২ গজে দুই টুর্নামেন্ট খেলা হলেও এই দুই দেশেই দুই ফ্রাঞ্চাইজি লিগে খেলার অভিনব সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন কেকেআর তারকা। মারকুটে ব্যাটার ক্রিস লিনকে খেলতে দেখা যাবে বিগ ব্যাশ লিগে। তার পাশাপাশি তিনি খেলবেন এমিরেটসের টি-২০ লিগেও।
আর্থিক দিক থেকে আইএল টি-২০ এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় বৃহত্তম টি-২০ লিগ হতে চলেছে। অর্থের পরিমাণ বেশি হওয়ায় শুরু থেকেই শুধুমাত্র এই লিগে খেলতে চেয়েছিলেন ক্রিস লিন। তবে অজি ওপেনারের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিজেদের দেশের লিগ বাদ দিয়ে অন্য দেশে খেলার এনওসি দিতে রাজি ছিল না সিএ। ফলে এই অবস্থা থেকে বের হওয়ার পথ খুঁজে নিলেন লিন।
অভিনব পন্থায় দুই লিগেই খেলার পথ বের করেছেন লিন। বিগ ব্যাশ ইতিহাসের সর্বোচ্চ এই রান সংগ্রাহক এবারের আসরে গ্রুপ পর্বের ১৪ ম্যাচের মধ্যে ১১টি খেলবেন। তারপর উড়ে যাবেষ আরব আমিরশাহিতে। সিএ’র কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কারণেই অবশ্য তাকে ছাড়পত্র দিচ্ছে বোর্ড। ২০২৩ সালের ২০ জানুয়ারি থেকে বিগ ব্যাশ থেকে ছাড় পাবেন লিন। ফলে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ১১টির বেশি ম্যাচ খেলতে পারবেন না তিনি। প্রথমদিকে বিগ ব্যাশে থাকার কারণে ৬ জানুয়ারি আরব আমিরশাহিতে শুরু হওয়া লিগের শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না লিন।
প্রসঙ্গত বিগ ব্যাশে এর আগে ব্রিসবেন হিটের হয়েই খেলেছেন লিন। টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ৩০০০ বেশি রান রয়েছে তার। রয়েছে রেকর্ড ১৮০টি ছয়ও। আসন্ন আসরে তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। আইএল টি-২০তে লিন খেলবেন গাল্ফ জায়ান্টসের হয়ে। আমিরশাহি লিগে লিনের হয়ে দলে লিন ছাড়াও খেলবেন শিমরন হেটমায়ার, ক্রিস জর্ডান, টম ব্যান্টন, ডমিনিক ড্রেকসরা।
For all the latest Sports News Click Here