বিগ বস ১৬ সেরার শিরোপা জিতলেন এমসি স্ট্যান
সাড়ে চার মাসের ধুন্ধুমার লড়াই, ঝগড়া, প্ল্যানিং প্লটিংয়ের পর বিগ বস সেরার শিরোপা উঠল এমসি স্ট্যানের মাথায়। দ্বিতীয় স্থানে রইলেন শিব ঠাকরে, এবং তৃতীয় স্থানে রইলেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরি।
কালার্স টিভিতে সলমন খান সঞ্চালিত এই শো সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত দশটায় দেখা যেত। এবং শনি রবিবার রাত ৯.৩০ থেকে দেখা যেত। ১ অক্টোবর শুরু হয়েছিল এই শোয়ের ১৬ তম সিজন। সাড়ে চার মাসের লড়াইয়ের পর ১২ ফেব্রুয়ারি, রবিবার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এদিন সঞ্চালনার দায়িত্বে সলমন ছাড়াও ভারতী সিং এবং কৃষ্ণা অভিষেক ছিলেন।
১৭ জন প্রতিযোগীকে নিয়ে এবারের বিগ বস সিজন ১৬ শুরু হয়েছিল। সকলকে পিছনে ফেলে গ্র্যান্ড ফিনালেতে সেরা ৫ পৌঁছন। এঁরা হলেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরি, শালিন ভানোত, শিব ঠাকরে, অর্চনা গৌতম এবং এমসি স্ট্যান। এই পাঁচের মধ্যে প্রথমে বাদ হয়ে যান শালিন ভানোত। বিগ বসের সদস্যরাও তাঁর নাম নিয়েছিলেন। তবে তিনি একতা কাপুরের আগামী ধারাবাহিকে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করার অফার পান খোদ পরিচালকের তরফে। তারপর চতুর্থ স্থানে শেষ করেন অর্চনা গৌতম।
এবারের প্রতিযোগিতায় অর্চনা গৌতম-এমসি স্ট্যান, টিনা দত্ত-শালিন ভানোত, টিনা-সৃজিতার ঝামেলা সকলের নজর কেড়েছিল। শেষ পর্বে জমাটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নানা গুজব, খেলার মধ্যে দিয়ে বিজয়ী হলেন এমসি স্ট্যান। জিতলেন ৩১ লাখ ৮০ হাজার টাকা। যদিও প্রথমে ২১ লাখ ৮০ হাজারের কথা বলা হয় কিন্তু যেহেতু তিনি সঠিক আন্দাজ করেছিলেন যে প্রথম পর্বে শালিন আউট হবেন, সেহেতু তাঁর প্রাইজ মানি ১০ লাখ বেড়ে ৩১ লাখ ৮০ হাজার হয়। পেলেন একটি গাড়িও। সঙ্গে একটি দুর্দান্ত ট্রফি। ঘোড়ার মধ্যে বিগ বসের চোখ।
শোয়ের শেষে একটা গান গেয়ে সকলের মন জিতে নেন স্ট্যান।
For all the latest entertainment News Click Here