বিগ বস হাউজ থেকে বের করে দেওয়া হল অর্চনা গৌতমকে, কী এমন করেছিলেন তিনি?
সলমনের রিয়েলিটি শো ‘বিগ বস’-এ মারামারি হবে না এটা হয় নাকি! প্রতিটা সিজনেই কাউকে না কাউকে মারধর করার জন্য বের করে দিতে হয়। তা সে পূজা মিশ্রা হোক বা প্রিয়াঙ্ক শর্মা, গায়ে হাত তোলার অপরাধ কম তারকা করেননি। এবারের ১৬ নম্বর সিজনেও তেমনটাই হল। বিকিনি গার্ল অর্চ্চনা গৌতম একেবারে গলা টিপে ধরলেন শিব ঠাকরের। যার ফলে শিবের গলায় কালশিটেও পড়ে যায়। আর তারপরেই আসরে নামতে হয় বিগ বসকে।
গ্রেট গ্র্যান্ড মস্তি খ্যাত অভিনেত্রীর সঙ্গে জোর বচসা বাধে শিবের। ঝগড়ার মাঝে অর্চনা জোর ধাক্কা মারেন শিবকে। বিশেষ সূত্রের খবর, সেইসময় অর্চনাকে ব্যক্তিগত আক্রমণ করেন শিব। সেখান থেকেই সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অর্চনা। ঘরের বাকি সদস্যরাও তাঁদের সামলাতে হিমশিম খাচ্ছিলেন। তারপরই অর্চনা রেগে গিয়ে শিবের গলা টিপে ধরেন। বেশ কিছুক্ষণ এরকম চলার পর বহিষ্কার করেন বিগ বস তাঁকে। কারণ সলমনের এই রিয়েলিটি শো-র সব থেকে বড় নিময় হল সতীর্থর গায়ে হাত তোলা যাবে না।
আসলে বিগ বসের ঘরে ঘনিষ্ঠতা বেড়েছে শিব এবং সৌন্দর্যের। কিন্তু, অর্চনা সেই সম্পর্ক নিয়ে নানা ধরনের কথা বলে বেড়াচ্ছিলেন। আর বিগ বসের ঘরের অলিখিত নিয়ন হল এখানে কোনওকিছুই গোপন থাকে না। যেমন এটাও থাকেনি। সব কথা পৌঁছে যায় তাঁদের কানে। আর তারপর রেগে গিয়ে শিবের বলা ‘হরিয়ানার ডান্সার’ আগুনে ঘি ঢালার কাজ করে। কথা কাটাকাটি থেকে পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছে যায়।
তবে বিগ বসের এই সিদ্ধান্তে সহমত নন অনেক দর্শকই। তাঁদের মত, শিবই সমানে প্ররোচণা দিয়ে গিয়েছেন অর্চনাকে। এক্ষেত্রে শিবকেও বাইরে বের করা উচিত ছিল। অর্চনাকে ফিরিয়ে আনার দাবিও তুলতে শুরু করেছেন তাঁরা।
For all the latest entertainment News Click Here