বিগ বস না জিতেও পেলেন বড় অফার, শাহরুখের নায়িকা হচ্ছেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরি?
বিগ বসের ১৬ নম্বর সিজনে সবচেয়ে বেশি চর্চা হয়েছে যে নাম নিয়ে তা হল প্রিয়াঙ্কা চাহার চৌধুরি। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল তিনিই জিতবেন এবারের শো। তবে সবাইকে অবাক করে দিয়ে আসেন তৃতীয় নম্বরে। ফাইনালে প্রথম দুইয়ে ছিলেন শিব ঠাকরে আ এমসি স্ট্যান। এরপর ট্রফি জিতে নেন এমসি। তবে প্রিয়াঙ্কা জিতে নিলেন শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ!
তবে ট্রফি না জিতলেও কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন এই সুন্দরী। শুরু থেকেই প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে একাই খেলতে। বারবার নিজের বক্তব্য জানিয়েছেন জোর গলায়। সলমনের কাছ থেকে এই কারণে বকাও খেয়েছেন। তবে তিনি যখন তিন নম্বরে এসে ঘর থেকে বেরিয়ে স্টেজে আসছিলেন, তখনই সলমনই প্রশংসায় ভাসান প্রিয়াঙ্কাকে। তাঁকে বলতে শোনা যায়, তাঁর চেনা অনেকের কাছেই বিজয়ী ছিল প্রিয়াঙ্কাই। আর সঙ্গে তাঁর বিশ্বাস, কেরিয়ারে অনেক দূর যাবে প্রিয়াঙ্কা।
বিগ বসের ঘর থেকে বেড়িয়েই টিনসেল টাউনে পা রাখছেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরি। কোন প্রোজেক্ট বা কী করতে চলেছেন সেই নিয়ে মুখ খোলেননি। মিডিয়াকে শুধু বলেন, ‘আমি তো ঘরের ভিতরে ছিলাম। কিছুই জানতাম না। আমাকে সলমন স্যার বলল শাহরুখ স্যারের সঙ্গে দেখা করতে। আমার কাছে সলমন স্যার আর শাহরুখ স্যার ভগবান। কোন ধারণাই নেই কোন প্রোজেক্টের কথা হচ্ছে এখানে।’ সম্ভবত ডাঙ্কিতে কাজ করবেন প্রিয়াঙ্কা। তবে এই ব্যাপারে কোনও অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি কোনও পক্ষ থেকেই।
খবর রয়েছে সলমনের একটা সিনেমাতেও কাজ করার কথা রয়েছে প্রিয়াঙ্কার। উইকেন্ড কা ওয়ার-এর এক এপিসোডে এই নিয়ে তিনি নিজেই ইঙ্গিত করেছিলেন। আপাতত সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার হাতে আসা এই সুযোগ নিয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও।
প্রসঙ্গত, বিগ বসে পাঁচ নম্বরে আসা ফাইনালিস্ট শালিন ভানোটও নিজের জন্য জিতে নিয়েছেন কালার্সের রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি’-তে যাওয়ার প্রথম টিকিট। ঘরে এসে নিজেই পরীক্ষা নিয়েছিলেন রোহিত শেট্টি। এদিকে বিগ বসের ঘরে এসে অডিশন নিয়েছিলেন একতা কাপুরও। তাঁর পরের সিরিয়াল ‘বেকাবু’-লিড হিসেবেও সুযোগ পেয়ে গিয়েছেন।
For all the latest entertainment News Click Here