‘বিগ বস ওটিটি ২’-এর প্রথম ঝলক প্রকাশ্যে, কবে শুরু এই সিজন, ফাঁস করলেন সলমন
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’। এই শো শুধু আর টেলিভিশন শো নয়, এসে পড়েছে ওটিটিতেও। ওটিটিতে এই বিতর্কিত রিয়েলিটি শো তালিকায় সবার উপরে। ২০২১ সাল থেকে চালু হয়েছে ওটিটি ‘বিগ বস’। সে বছর সঞ্চালকের আসনে ছিলেন পরিচালক-প্রযোজক করণ জোহর।
ভুট-এ অগস্ট থেকে সেপ্টেম্বর (২০২১ সাল) পর্যন্ত স্ট্রিমিং হয়েছিল ওটিটি বিগ বস-এর প্রথম সিজন। প্রায় দুই বছর পর, স্ট্রিমিং জায়ান্ট জিও সিনেমায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ওটিটি বিগ বস-এর দ্বিতীয় সিজনের। তবে চমক এখানেই শেষ নয়। ‘বিগ বস ওটিটি ২’-এর সঞ্চালের আসনে করণ জোহরের পরিবর্তে দেখা যাবে সলমন খানকে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে প্রোমো। হোস্ট হিসাবে সলমনকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা।
আসলে রিয়ীলিটি শো-র সঞ্চালনায় সলমন খানের জনপ্রিয়তায় ধারে কাছে ঘেঁষতে পারেন না অনেকেই। ‘বিগ বস’-এ সলমনের সঞ্চালনায় জনপ্রিয়তা তুঙ্গে। রিয়েলিটি শোয়ের প্রযোজকরা ইনস্টাগ্রামের পাতায় নতুন প্রোমোর ঝলক শেয়ার করেছেন। ভিডিয়োটিতে সলমান খান ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, ‘ইস বার ইতনি লাগেগি কি আপকি মাদাদ লাগেগি’। আরও পড়ুন: দীপিকা এলেও তোমাকে ছাড়ব না! শিল্পাকে কেন এরকম বলে বসলেন স্বামী রাজ
ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘সকলের প্রিয় সলমন খান ভারতের সবচেয়ে বড় রিয়েলিটি শো, বিগ বসকে ওটিটি-তে ফিরিয়ে আনতে প্রস্তুত! এবার, আপনিই মারবেন এবং আপনিই বাঁচাবেন। বিগ বস ওটিটি ২-র সঙ্গে থাকুন। ১৭ জুন থেকে বিনামূল্যে স্ট্রিমিং হবে বিগ বস ওটিটি ২’।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ গানে নাচ করছেন ব্যাকগ্রাউন্ড ডান্সাররা এবং তাঁদের সঙ্গে এই গানে তাল মেলাচ্ছেন সলমন। একঘরে অনেকে একসঙ্গে থাকলে ঠিক কী কী ধরনের সমস্যা তৈরি হতে পারে, সেটা একঝলকে ফুটে ওঠে এই রিয়ালিটি শোয়ে। গসিপ, ড্রামা, তরজা নিয়ে জমে উঠবে এই সিজন। বোঝাই যাচ্ছে অন্যবারের তুলনায় এবার প্রতিযোগিতা হবে অনেক বেশি কঠিন। টিকে থাকার লড়াই হবে আরও চাপের। কারা কারা যোগ দিতে চলেছেন সলমনের শোয়ের নতুন সিজনে? সবটাই দেখার।
For all the latest entertainment News Click Here