বিগ বস ওটিটি-র ঘর থেকে প্রথম দিনেই বিতাড়িত, মদ খেয়ে নর্দমার জলে উলটে গেল পুনিত!
গত মাসেই শুরু হয়েছে বিগ বস ওটিটি-র ২ নম্বর সিজন। শুরু হতে না হতেই একাধিক বিতর্ক ঘিরে ধরেছে এই শো-কে। শো শুরুর চব্বিশ ঘন্টার মধ্যেই বিগ বসের ঘর থেকে বিতাড়িত হয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পুনিত সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় উদ্ভট কাণ্ডকারখানা করেই বিখ্যাত হয়েছেন পুনিত। ভক্তরা তাঁকে ভালোবেসে নাম দিয়েছে সুপারস্টার। সেই কীর্তি বিগ বসের ঘরে অনুকরণ করতে গিয়ে ফ্যাঁসাদে পড়েছিলেন পুনিত।
বিগ বসের ঘরে চব্বিশ ঘন্টাও টেকেনি তিনি, কিন্তু বিগ বসের সুবাগে তাঁর জনপ্রিয়তা রাতারাতি কয়েকগুণ বেড়ে গিয়েছে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ।
মদ্যপ অবস্থায় নর্দমার জলে পড়লেন পুনিত
বিগ বসের ঘর থেকে বাইরে আসার পর থেকেই ফলোয়ার্সদের বিনোদনের রসদ জোগাতে কোনও খামতি রাখছেন না পুনিত। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুনিতের নতুন ভিডিয়ো সেখনে দিল্লির রাস্তায় মদের বোতল হাতে হাঁটতে দেখা গিয়েছে পুনিতকে। এখানেই শেষ নয়, মদ খেয়ে টাল সামলাতে না পেরে সোজা নর্দমার নোংরা জলে পড়ে যান পুনিত। কিন্তু তাতে কোনও আফসোস নেই তাঁর। বরং নোংরা জল-কাদা মেখে নাচতে শুরু করেন তিনি।
বিগ বসের ঘর থেকে ঠিক কী কারণে বিতাড়িত?
শো-এর নিয়ম ভাঙার জেরেই ঘর থেকে বার করে দেওয়া হয় তাঁকে। টুথপেস্ট, হ্যান্ডওয়াশ নষ্ট করা থেকে মুখে রাসায়নিক লাগানোর মতোও কাজ করে বসেন পুনিত, যা দেখে বাকি প্রতিযোগীরা ঘাবড়ে গিয়েছিলেন।
বিগ বসের ঘরে ফিরবেন পুনিত?
সূত্রের খবর ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে বিগ বসের ঘরে রি-এন্ট্রি হতে পারে পুনিতের। ঘর থেকে বার হওয়ার পর পুনিতকে বলতে শোনা গিয়েছিল মোট অঙ্কের টাকা দিলে তবে ফের বিগ বস হাউসে পা দেবেন তিনি।
For all the latest entertainment News Click Here