‘বিগ বস’-এর নয়া সিজনে প্রথম প্রতিযোগী কে? জানিয়ে দিলেন সলমন
শুরু হতে চলেছে ‘বিগ বস’-এর ষোড়শ সিজন। তার আগে প্রকাশ্যে এল প্রথম প্রতিযোগীর নাম। তাজিকিস্তানের শিল্পী আবদু রোজিককে দেখা যাবে জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে। মঙ্গলবার এ কথা জানিয়ে দিয়েছেন সলমন খান স্বয়ং।
সলমন জানান, আবদু তাঁর সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ অভিনয় করবেন। এই ছবির মাধ্যমেই প্রিয় অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পাবেন আবদু। সলমন একা নন, আবদুর পছন্দের তালিকায় রয়েছেন শাহরুখ খানও।
সলমন বলেন, ‘ও (আবদু) হিন্দি বলতে পারে না কিন্তু হিন্দি গান গাইতে পারে।’ অভিনেতার ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র গানও করে শোনান আবদু। এখানেই শেষ নয়। ‘বিগ বস’-এর বাড়িতে কী কী ঘটতে চলেছে, তা নিয়েও আলোচনা করেন তাঁরা।
আবদু বলেন, ‘আমি খুবই খুশি। ওই বাড়িটার ভিতর যাওয়ার জন্য মুখিয়ে আছি। আমি সকলকেই খুব ভালোবাসি। আমার সঙ্গে থাকবেন।’
শোনা যাচ্ছে, ‘বিগ বস’-এর বাড়িতে আসতে পারেন টিনা দত্ত, শিব ঠাকরে, শালীন ভানত, নিমৃত কউর আলুওয়ালিয়া।
(আরও পড়ুন: পাঠানে টাইগারের ক্যামিও লিক? ভক্তদের ধারণা এই ছবি সলমন-শাহরুখের!)
দীর্ঘ দিন ধরে ‘বিগ বস’-এর সঞ্চালনা করছেন সলমন। এ বারও অন্যথা হবে না। আপাতত ‘টাইগার ৩’-র কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা। আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সলমনের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কইফকে। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।
(আরও পড়ুন: ‘এবার বিগ বস নিজে খেলবেন’, পালটে যাচ্ছে গেমের নিয়ম! ঝলকে ধরা পড়ল সলমনের সোয়্যাগ)
এ ছাড়াও সলমনের জীবন নিয়ে তৈরি হচ্ছে একটি ডকু-সিরিজ। নাম ‘বিয়ন্ড দ্য স্টার’। বেশ কয়েক মাস ধরেই কাজ চলছে ডকু-সিরিজটির। বলিউডে সলমনের তিন দশকের যাত্রাকে তুলে ধরা হবে পর্দায়। সলমন যে সব অভিনেতা, পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে কাজ করেছেন, তাঁদের সাক্ষাৎকারও থাকবে সেই সিরিজে।
For all the latest entertainment News Click Here