বিগ বসে বিয়ে করলেন করণ-তেজস্বী! দেখুন সিঁদুর দানের ছবি, কবে হবে টেলিকাস্ট?
‘বিগ বস ১৫’র ঘরে প্রেমের শুরুটা ইশান আর ময়েশাকে দিয়ে হলেও, এখন হটলিস্টে আছেন করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। দু’জনের রসায়ন, দুষ্টু-মিষ্টি প্রেম দেখার জন্য একপ্রকার মুখিয়ে থাকেন সকলে। তবে, তা বলে সবাইকে না জানিয়ে এভাবে বিয়ে করে নেবেন? সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাইরাল হয়েছে হঠাৎ করে।
সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ট্রেন্ডিং তাঁদের নিয়ে তৈরি হ্যাশট্যাগ ‘তেজরান’। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছ এথনিক পোশাকে সেজেছেন করণ-তেজস্বী। শুধু তাই নয় পিছনে দাঁড়িয়ে রয়েছেন রশমি দেশাই। তিনি তেজার মাথায় থাকা টিকলি সরিয়ে দিচ্ছেন হাত দিয়ে। আর সিঁথিতে সিঁদুর পরাতে এক্কেবারে তৈরি করণ। দু’জনের মুখে লজ্জা মেশানো হাসি। আর তারপরেই সকলের মনে প্রশ্ন ওঠে, বিগ বসের ঘরে কি ফের বসল বিয়ের আসর। কারণ এর আগেও বিয়ে হয়েছে এই রিয়েলিটি শো-তে। বিগ বস ৪-এ বিয়ে হয়েছিল সারা খান আর আলি মার্চেন্টের। ‘বিগ বস ১০’-এ বিয়ে করেছিলেন মোনালিসা-বিক্রম।
যদিও একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে, বিয়ের এই ছবি এডিটেড। কেউ মজা করেই তৈরি করেছেন বিয়ের ছবি। তবে, ‘তেজরান’ ভক্তরা যদিও মনে করছেন বিগ বস ১৫-র ঘরে চার হাত এক হলে মন্দ হয় না! সঙ্গে এই ছবি দেখে তাঁরা নিশ্চিত একসাথে দারুণ মানাবে তাণদের পছন্দের জুটিকে।
আপাতত ‘বিগ বস’র পড়তি টিআরপি-র দিকে নজর রেখে বড় টুইস্ট নিয়ে এসেছে নির্মাতারা। গত সপ্তাহেই ঘর থেকে বেরিয়ে গিয়েছেন জয় ভানুশালী, বিশাল কোটিয়ান, নেহা ভসিন ও সিম্বা নাগপাল। আর ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে শো-তে এসেছেন দেবলীনা ভট্টাচার্য, রাখি সাওয়ান্ত ও তাঁর বর রীতেশ।
For all the latest entertainment News Click Here