বিকৃত নগ্ন ছবির স্যাম্পল ই-মেল করেছে প্রযোজক, সঙ্গে প্রাণনাশের হুমকি: স্বস্তিকা
মুক্তির মাত্র মাস কয়েক আগে একদম অযাচিত কারণে চর্চায় স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি ‘শিবপুর’। ছবির প্রযোজকের নামে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ নায়িকার। দীর্ঘ একমাস ধরে ছবির আমেরিকা নিবাসী প্রযোজক সন্দীপ সরকার-এর হাতে হেনস্থার শিকার হচ্ছেন স্বস্তিকা, দাবি অভিনেত্রীর। এর জেরে থানায় অভিযোগও দায়ের করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
যদিও ছবির শ্যুটিং শেষ করলেও কিছুদিন আগে পর্যন্ত স্বস্তিকা জানতেন না সন্দীপ সরকার ‘শিবপুর’ ছবির প্রযোজক। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর সই করা চুক্তিপত্রে অজন্তা সিংহের স্বাক্ষর রয়েছে। অজন্তা দেবী এবং সন্দীপ সরকারের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি। স্বস্তিকা আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এক মাস ধরে সন্দীপ সরকার আমাকে ইমেলে হুমকি দিচ্ছেন। প্রথমে কিছু বলিনি। তবে ধৈর্যের বাঁধ ভাঙতে আমি পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলাম’।
জানা গিয়েছে, গত ২১শে মার্চ গলফ গ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বস্তিকা। ই-মেল মারফত ঠিক কী ধরণের হুমকি পাচ্ছেন স্বস্তিকা? অভিনেত্রী জানান, ‘সহযোগিতা না করলে আমাকে পুলিশে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে আমার নামে নালিশ করা হবে। আমাকে আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না —এই সব চলছেই।’ সঙ্গে প্রযোজকের দাবি অভিনেত্রী বাড়তি টাকা চেয়েছেন। স্বস্তিকার সাফাই, ‘আমি চু্ক্তির বাইরে এক টাকা নিইনি। জানি না কেন এইসব বলা হচ্ছে।’ কাজের ব্যাপের কোনওরকম অসহযোগিতার অভিযোগ উড়িয়ে দেন স্বস্তিকা।
নায়িকার অভিযোগের ফিরিস্তি এখানেই শেষ নয়! অভিনেত্রীর কথায়, তাঁর ছবি বিকৃত করে পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন ওই প্রযোজক। স্বস্তিকার সংযোজন, ‘আমার ছবি মরফড করে সেই ন্যুড ছবির নমুনা ইমেলে পাঠান এক ব্যক্তি, সে নিজেকে সন্দীপের পরিচিত বলে দাবি করেছে’। সন্দীপ সরকারকে স্বস্তিকা হেনস্থা করছেন, এমন কথাও লেখা রয়েছে সেই ইমেলে, যা দেখে আকাশ থেকে পড়েন অভিনেত্রী। পরিস্থিতি বেগতিক থেকে পুলিশের দ্বারস্থ হন স্বস্তিকা। রেহাই পাননি অভিনেত্রীর ম্যানেজারও। তাঁকেও শাসানি দেওয়া হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকিও মিলেছে।
গোটা বিষয় নিয়ে যথেষ্ট আতঙ্কে অভিনেত্রী। ইমেলে প্রতিদিন ভোররাতে ‘প্রাণনাশের হুমকি মিলছে’ জানান স্বস্তিকা। তিনি স্পষ্টতই বলেন, ছবির বিরুদ্ধে তিনি নন, তাই শুরুতে ইম্পার কাছে নালিশ করেননি। স্বস্তিকা জানান, ‘আমার মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীর সঙ্গে যদি এটা ঘটে, নবাগত অভিনেতাদের তো এই ধরনের প্রযোজকরা রাস্তায় দাঁড় করিয়ে উলঙ্গ করে দেবেন!’ ছবির সহ-প্রযোজক অজন্তা সিংহ খানিক গা-ছাড়া মনোভাব দেখিয়েছেন গোটা বিষয় নিয়ে, যাতে ক্ষুব্ধ স্বস্তিকা। সবশেষে তাঁর সংযোজন, ‘এক জন অভিনেত্রী হিসেবে আমিও চাই যাতে ছবিটা মুক্তি পায়’। তবে ছবির প্রচার পর্ব থেকে নিজেকে গুটিয়ে নিতে চান স্বস্তিকা। লাগাতার প্রাণনাশের হুমকি পেয়ে কাজের মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে তাঁর, জানান অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here