বিকিনিতে বাবার পাশে দাঁড়িয়ে জন্মদিনের কেক কাটল আমির-কন্যা ইরা, ছবি নিয়ে ছি ছি
রবিবার ছিল আমির কন্যা ইরা খানের ২৫তম জন্মদিন। বাবা-মেয়ের জন্মদিনে কেক কাটার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল! বরং, আমির-ইরাকে এভাবে দেখে যেন তেলেবেগুনে জ্বলে উঠল নেটিজেনরা। ইরার জন্মদিনে হাজির ছিলেন আমির খান, রিনা দত্ত, বয়ফ্রেন্ড নুপূর শিখর, সৎ ভাই আজাদ রাও খান।
দু’বার কেক কাটেন ইরা। তবে চর্চায় পুল পার্টির পর কেক কাটার সেই ছবিখানা। যেখানে মাল্টি কালারের বিকিনি পরে কেক কাটতে দেখা গেল আমির কন্যাকে। একপাশে মা রিনা, আরেকপাশে আমির ও আজাদ। সবাইকে দেখেই বোঝা যাচ্ছে পুলের জল থেকে উঠে ভেজা গায়েই কেক কাটায় সামিল হয়েছেন, শুধু রিনা বাদে।
সেই পোস্টের কমেন্ট সেকশনে নানা ধরনের ট্রোলিং হল। একজন লিখেছেন, ‘এটা বার্থ ডে পার্টি না পুল পার্টি’। আরেকজন লিখেছেন, ‘এরকম জন্মদিনের পার্টি বাবার জন্মে দেখিনি’।
ইরার জন্মদিনে ছবি শেয়ার করেন নুপূরও। বেশ কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে মাই লাভ। আই লাভ ইউ বাবস!’। আর ইরা তাঁর সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন রাত পার্টির কিছু ছবি। যেখানে দেখা মিলল তাঁর বন্ধুদের।
আমির খান কন্যা ইরা খান সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়। যদিও অভিনয়ে আশার শখ তাঁর একেবারেই নেই। বরং, পরিচালনায় আসতে চান এই কন্যে। ইতিমধ্যেই থিয়েটারে পরিচালক হিসেবে ডেবিউ করেছেন ইরা। Medea নামক একটি নাটক পরিচালনা করেছিলেন, যেখানে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচ প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।
For all the latest entertainment News Click Here