বিকিনিতে তন্বী শর্মিলা! প্রেমিকার এই ছবি দেখে পতৌদির প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য
শর্মিলা ঠাকুর নিঃসন্দেহে তার সময়ের শীর্ষ অভিনেত্রীদের একজন ছিলেন। ১৯৬০ এর দশকে একটি ফিল্ম ম্যাগাজিনের কভারের জন্য বিকিনি পরে পোজ দেওয়ার সময় তিনি একবার বিতর্কের মুখোমুখি হন।
আর এই বিতর্কের সময় তৎকালীন প্রেমিক মনসুর আলি খান ওরফে টাইগার পতৌদির প্রতিক্রিয়া স্মরণ করে সম্প্রতি শর্মিলাকে বলতে শোনা গিয়েছে যে তিনি এসব খবরে একটু চাপেই পড়ে গিয়েছিলেন। এদিকে টাইগার পতৌদি তখন বাইরে। তাই একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন। উলটো দিক থেকে জবাব আসে, ‘আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে’। শর্মিলা জানান, এটি তাঁর জন্য একটি বিশাল সমর্থন ছিল। সবটাই এক সাক্ষাৎকারে বরখা দত্তকে বলেছিলেন অভিনেত্রী নিজেই।
শর্মিলা আরও জানান, তাঁর বিকিনি শ্যুটের পরে, পরিচালক শক্তি সামন্ত তাঁকে ডেকে পাঠিয়েছিলেন। অভিনেত্রী ভয় পেয়ে গিয়েছিলেন, এই বুঝি সিনেমায় তাঁকে ভ্যাম্পের ভূমিকায় নেওয়া শুরু হয়। আরও পড়ুন: টপে এল নিম ফুলের মধু টিআরপি বাড়িয়ে, সেরার জায়গা খোয়াল নাকি অনুরাগের ছোঁয়া?
সেই সাক্ষাৎকারেই তিনি আরও বলেছিলেন যে, সেই সময়ে নায়িকা এবং ভ্যাম্পের মধ্যে একটি স্পষ্ট রেখা ছিল। সেই সময় নেতিবাচক চরিত্রে অভিনয় করা হেলেনের যা ইচ্ছা তাই পরার স্বাধীনতা ছিল, কিন্তু নায়িকাদের সেই স্বাধীনতা ছিল না। আরও পড়ুন: ‘ও তো উল্লু কা পাট্ঠা!’, কপিল শর্মার শো-তে রোজ যাওয়ায় অক্ষয়কে কটাক্ষ হল মালিকের
হিন্দি ও বাংলা দুই ধরনের ছবিতেই কাজ করেছেন শর্মিলা ঠাকুর। পতৌদির নবাব মনসুর আলি খানকে বিয়ে করেন ১৯৬৮ সালে। তাঁদের তিন সন্তান– সইফ আলি খান, সাবা আলি খান ও সোহা আলি খান। তাঁদের তিন সন্তান- সাবা আলি খান, সইফ আলি খান ও সোহা আলি খান। সাবা বিয়ে না করলেও সইফের তরফে চার নাতি নাতনি, সারা-ইব্রাহিম-তৈমুর-জেহ। আর অন্যদিকে সোহার মেয়ের নাম ইনায়া।
কাজের সূত্রে, শর্মিলাকে তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘গুলমোহর’-এ দেখা যাবে যাতে আরও অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, সুরজ শর্মা, অমল পালেকাররা। এটি ৩ মার্চ থেকে দেখা যাবে ওটিটি-তে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here