বায়ো বাবল নেই, ‘মুসলিম সংস্কৃতির অংশ হতে’ ঢাকা লিগে খেলবেন পাকিস্তানের তারকা
বায়ো বাবল বা জৈব বলয় নেই। সেই কারণেই ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে রাজি হয়ে গিয়েছেন। এমনটাই বললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, হাফিজ বলেন যে ‘আমি এই দুর্দান্ত মুসলিম সংস্কৃতির অংশ হতে চাই।’
পাকিস্তানের তারকাকে উদ্ধৃত করে ইএসপিএন ক্রিকইনফোয় বলা হয়েছে, ‘আমি তাঁকে (দলের কর্তা) জিজ্ঞাসা করি যে লিগে বায়ো বাবল (করোনাভাইরাস পরিস্থিতিতে জৈব বলয়, যেখানে কঠোর নিয়ম মেনে চলতে হয়) আছে নাকি। উনি বলেন যে নেই। আমি বলে দিই যে আমি আসছি। আমি এই দুর্দান্ত মুসলিম সংস্কৃতির অংশ হতে চাই। আমি স্বাধীনভাবে চারিদিকে ঘুরে বেড়াতে চাই। যতদিন থাকছি, সেই সময়টা উপভোগ করতে চাই। বায়ো বাবল মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। (বায়ো বাবল না থাকায়) সবাই এই লিগটা কিছুটা বেশি উপভোগ করবে।’
এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন হাফিজ। সেজন্য মঙ্গলবার ঢাকায় আসেন তিনি। বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলে আসেন মহামেডান স্পোর্টিং ক্লাবে। সেখানেই হাফিজ জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে স্বভাবতই বায়ো বাবল থাকবে। সেই বায়ো বাবলের বিরোধিতাও করছেন না তিনি। তবে বায়ো বাবলের কারণে মনের উপর চাপ পড়ে। মানসিকভাবে সেই নিয়ন্ত্রিত পরিবেশ অত্যন্ত কঠিন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মতে, দীর্ঘদিন করোনা আবহের মধ্যে দিয়েই মানুষ জীবনযাপন করছেন। তাঁদের প্রায় সকলেই টিকা নিয়েছেন। সেই পরিস্থিতিতে একটা সময় আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বায়ো বাবল থেকে বেরিয়ে আসতে হবে।
For all the latest Sports News Click Here