বাড়ি থেকে উদ্ধার অভিনেত্রীর দেহ, মাত্র ২৯-এই শেষ তরতাজা প্রাণ
প্রয়াত দক্ষিণী অভিনেত্রী দীপা। চেন্নাইয়ে বিরুগমবক্কমের বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ।
ইন্ডাস্ট্রিতে পলিন জেসিকা নামে পরিচিতি পেয়েছিলেন দীপা। সম্প্রতি ‘বৈধা’ নামে একটি ছবিতে অভিনয় করে প্রশংসিত হন ২৯ বছর বয়সী অভিনেত্রী। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান,
গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। ময়নাতদন্তের জন্য তাঁর মৃতদেহকে একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ।
অভিনয়ের জোরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করছিলেন দীপা। তবে হঠাৎ কেন এই চরম সিদ্ধান্ত? পুলিশ সূত্রে খবর, প্রেম সম্পর্কিত সমস্যার কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন। ইতিমধ্যেই পুলিশ তাঁর মৃত্যুর মামলা দায়ের করেছে। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে।
চেন্নাইয়ের মাল্লিকাই অ্যাভিনিউয়ের বাড়িতে বেশ কয়েক দিন ধরে একা থাকছিলেন দীপা। দীর্ঘ সময় ফোন না তোলায় দীপাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। এর পরেই অভিনেত্রীর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, দীপার মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানেই তাঁর মৃত্যুর কারণ লিখে গিয়েছেন তিনি। প্রেমিকের নাম না করেই সারা জীবন তাঁকে ভালোবেসে কথা লিখেছেন তিনি।
দক্ষিণের বেশ কিছু ছবিতেম অভিনয় করেছিলেন দীপা। সম্প্রতি একটি ছবিতে অভিনয় করেছিলেন মুখ্য চরিত্রে। কিন্তু সাফল্যের পথে আরও এগিয়ে যাওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন দীপা।
For all the latest entertainment News Click Here