বাসে প্রেম করছেন পার্নো, প্রতারণার ফাঁদ পেতেছেন রিয়া! প্রসেনজিৎ ধরলেন হাতেনাতে
ফেয়ার অ্যান্ড লাভলি তো শোনা কথা, কিন্তু ফেয়ার অ্যান্ড আগলি শুনেছেন কি? না শুনলেও এবার তেমন নামেরই এক ছবি আসতে চলেছে। নেপথ্যে আছেন প্রসেনজিৎ বিশ্বাস। ছবিতে দেখা যাবে পার্নো মিত্র, শ্রীলেখা মিত্র, প্রমুখকে।
কলকাতাতেই শ্যুটিং হচ্ছে প্রসেনজিতের আগামী ছবির। এখানে জুটি বাঁধতে দেখা যাবে পার্নো এবং সম্রাট চক্রবর্তীকে। সম্রাট যদিও বিদেশে থাকেন, তবে কাজের ডাক পেলে দেশে আসেন। তাঁদের এরই মাঝে একদিন কলকাতার একটি বাসে শ্যুটিং করতে দেখা যায়।
পরিচালক জানিয়েছেন তাঁর এই ছবিতে প্যারালালি তিনটি গল্প উঠে আসবে। না তিনটি গল্পের কারও সঙ্গে কারও যোগ নেই। আর একটা গল্পের চরিত্র আরও একটি গল্পে ঢুকে পড়বে না। তবে তিনটি গল্প কোথাও একটা একই সুতোয় বাঁধা আছে। ডিপলি নামক গল্পের অংশে দেখা যাবে পার্নো আর সম্রাটকে।
ছবির দ্বিতীয় গল্পের নাম বাস্তবিক ট্রুলি। এখানে দেখা যাবে রিয়া সেনকে। তাঁর চরিত্রটা এখানে এক প্রতারকের। কিন্তু তিনি কি আদৌ একজন প্রতারক, নাকি তাঁর চরিত্রেও অনেকগুলি লেয়ার আছে? সেটা ছবি দেখলেই স্পষ্ট হবে। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে নবাগত অরণ্য রায় এবং দেবপ্রসাদ হালদারকে।
তৃতীয় ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। তাঁর সঙ্গে একাধিক নতুন মুখকে যাবে যাবে। আফরিন বাট, জয়ব্রত ধর, ঋতব্রত মুখোপাধ্যায়, প্রমুখ থাকবেন এই ছবি গল্প। নাম ম্যাডলি। এখানে উঠে আসবে এমন এক ছেলের গল্প যে সবে যৌবনে পা দিয়েছে। প্রেমের টানে সে এক জায়গা থেকে আরেক জায়গা ছুটে বেড়ায়। কিন্তু শেষ পর্যন্ত কি পায় মনের মানুষকে? সেটাই এখানে উঠে আসবে।
এই তিন গল্পকে নিয়েই তৈরি হচ্ছে ফেয়ার অ্যান্ড আগলি। প্রসঙ্গত প্রসেনজিৎ বিশ্বাস এর আগে অঞ্জন দত্তের সঙ্গে কাজ করেছেন। তাঁর কেরিয়ার শুরু হয় অঞ্জনের বং কানেকশনের হাত ধরে। এরপর তিনি মৈনাক ভৌমিকের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। এখন নিজে ছবি তৈরি করছেন।
For all the latest entertainment News Click Here