‘বালিঝড়ে’ বদলে গেল ‘নবাব নন্দিনী’র সময়, আজ থেকে কখন দেখা যাবে এই ধারাবাহিক?
বাংলা চ্যানেলগুলোতে একটার পর একটা ধারাবাহিক আসছে, কয়েক মাস চলতে না চলতেই বন্ধ হয়ে যাচ্ছে। আগেকার ওই মেগা ধারাবাহিক, বছরের পর বছর ধরা চলে ধারাবাহিকের কনসেপ্ট এখন অতীত। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই আজকাল শোনা যায় প্রতিমাসেই কোনও না কোনও ধারাবাহিকের সময় বদলে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। তার জায়গায় আসছে নতুন কোনও ধারাবাহিক। এবার সেই তালিকায় নাম লেখাল আরও দুই ধারাবাহিক। একটি আজ, ৬ ফেব্রুয়ারি থেকে চালু হল। আরেকটি কি তার জেরে শেষ হল? না, তার ভাগ্য অতটা খারাপ নয়। তবে সময় বদলে গেল। কোন দুই ধারাবাহিকের কথা বলছি? বালিঝড় এবং নবাব নন্দিনী।
গত দু তিনমাসে স্টার জলসায় পর পর একাধিক সিরিয়াল শেষ হয়ে নতুন ধারাবাহিক চালু হয়েছে। নতুন কোনও ধারাবাহিকের প্রোমো অন এয়ার হলেই গুজব শুরু হয়ে যায় এবার কোন ধারাবাহিক শেষ হবে? তেমন ভাবেই যখন বালিঝড় ধারাবাহিকের প্রোমো দেখানো যবে থেকে শুরু হয় অনেকেই ভাবছিলেন আবার বুঝি কোনও ধারাবাহিক শেষ হবে। দর্শকদের মধ্যে ফিসফাস চলছে বুঝি গাঁটছড়া শেষ হবে। কিন্তু কিছুদিন আগে জানা যায় এটি সন্ধ্যা ৬টায় আসছে। কিন্তু সেই স্লটে তো নবাব নন্দিনী দেখা যায়। এটাও তো মাত্র কয়েক মাস আগেই শুরু হয়েছে। তবে? পরে অবশ্য জানা গেল এই ধারাবাহিক শেষ হচ্ছে না কেবল সময় পাল্টে যাচ্ছে।
নবাব নন্দিনী ধারাবাহিকটি এখন থেকে এটার জলসায় বিকেল ৫টা থেকে দেখা যাবে। অন্যদিকে বালিঝড় দেখা যাবে ৬টায়।
নবাব নন্দিনী ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যায় রেজওয়ান রব্বানি এবং ইন্দ্রানী পাল। এছাড়া অনন্যা বিশ্বাস সহ অশোক মুখোপাধ্যায়, অনিমেষ ভাদুড়ী, সহ আরও অনেককে দেখা যায়। অন্যদিকে বালিঝড় ধারাবাহিকে দেখা যাবে ত্রিকোণ প্রেম
এখানে মুখ্য ভূমিকায় আছেন তৃণা সাহা, ইন্দ্রাশিস রায়, কৌশিক রায়। এর আগে খড়কুটো ধারাবাহিকে তৃণা কৌশিকের জুটি দেখেছে সকলেই। এবার নতুন অবতারে এলেন তাঁরা। এছাড়া এই ধারাবাহিকে আছেন মাধবী মুখোপাধ্যায়, ভরত কল, তথাগত মুখোপাধ্যায়, প্রমুখ।
For all the latest entertainment News Click Here