বার্মিংহামের পর ভিক্টোরিয়া, ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আসর বসবে অস্ট্রেলিয়ায়
শুভব্রত মুখার্জি: ২০২২ সাল অর্থাৎ চলতি বছরেই ইংল্যান্ডের বার্মিংহামে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের আসর। সেই গেমস যখন আসন্ন তখনই চার বছর পরের কমনওয়েলথ গেমসের ভেন্যুর কথাও ঘোষণা করা হল। ২০২৬ সালে কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে। উল্লেখ্য গত পাঁচবার যে কমনওয়েলথ গেমসের আসর বসেছে তার চারবার বসেছে হয় অস্ট্রেলিয়ার মাটিতে না হয় ইংল্যান্ডের মাটিতে।
এইবারেও অর্থাৎ ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজনের জন্য একমাত্র দাবি জানিয়েছিল অস্ট্রেলিয়া। ফলেই তাদেরকেই দেওয়া হয়েছে এই দায়িত্ব। ভিক্টোরিয়া প্রদেশের চারটি অঞ্চল গেলং, বেন্ডিগো, বালারাত এবং গিপসল্যান্ডে বসবে এই কমনওয়েলথ প্রতিযোগিতার আসর। আজ অস্ট্রেলিয়া সরকারের তরফে এক বিবৃতিতে এই আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে ‘২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব ভিক্টোরিয়াকে দেওয়াতে আমরা গর্বিত। গোটা বিশ্বকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি ভাল একটা প্রতিযোগিতা হবে।’
প্রসঙ্গত ২০০৬ সালেও অস্ট্রেলিয়ার মাটিতে বসেছিল কমনওয়েলথ গেমসের আসর। সেবার প্রতিযোগিতা হয়েছিল মেলবোর্নে। পরের কমনওয়েলথ গেমসের আসর বসেছিল ভারতের দিল্লিতে। ২০১৮ সালে ফের অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টেই বসেছিল কমনওয়েলথ গেমসের আসর। তারপরের বারের প্রতিযোগিতা বাদ দিয়ে ২০২৬ সালে ফের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে বসবে কমনওয়েলথ গেমসের আসর।
For all the latest Sports News Click Here