বার্নলিকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার সিটির
শুভব্রত মুখার্জি: মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে প্রিমিয়র লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান পুনরুদ্ধার করল ম্যাঞ্চেস্টার সিটি। ওয়াটফোর্ডকে হারিয়ে ক্ষনিকের জন্য শীর্ষে ফিরেছিল লিভারপুল। তাদের সেই শীর্ষস্থান দাল ক্ষণস্থায়ীই রইল। বার্নলিকে হারিয়ে শীর্ষে ফিরল সিটি। আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরে গোটা ম্যাচ জুড়ে নিজেদের আধিপত্য ধরে রাখল সিটি। বার্নলিকে হারাতে তাদের খুব বেশি বেগ পেতে হল না।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা। কেভিন ডি ব্রুইন দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান ইল্কাই গুনদোয়ান।
প্রিমিয়র লিগে এক ম্যাচ পর ফের জয়ের মুখ দেখল সিটি। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে সর্বশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। ম্যাচে প্রথম সুযোগটা পেয়েছিল বার্নলি। তৃতীয় মিনিটে সতীর্থের ক্রসে ডি-বক্সের সামনে থেকে জশ ব্রাউনহিলের হেড পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ঠিক পরের মিনিটেই এগিয়ে যায় সিটি।
রদ্রির ক্রস ডি-বক্সে পান রাহিম স্টার্লিংকে। তার পাসে বল পেয়ে কোনাকুনি শটে গোলের ঠিকানা খুঁজে পান বেলজিয়ামের ডি ব্রুইন। ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ডি ব্রুইনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডান দিক থেকে ক্রস বাড়ান স্টার্লিং। ডি-বক্সে হাফ ভলিতে গোল করে যান জার্মান মিডফিল্ডার গুনদোয়ান।
দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে ২-০ ফলে ম্যাচ জিতে সম্পূর্ণ পয়েন্ট তুলে নেয় সিটি। ম্যাচে জয়ের ফলে ৩০ ম্যাচে সিটির পয়েন্ট দাঁড়াল ৭৩। সিটির সমান সংখ্যক ম্যাচে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল দলের রয়েছে ৭২ পয়েন্ট। ২৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে রয়েছে বার্নলি।
For all the latest Sports News Click Here