বামপন্থায় বিশ্বাসী? জবাব দিলেন ‘রাজনীতির শিকার’ হওয়া অনির্বাণ ভট্টাচার্য
শুধু অভিনেতা হিসেবেই নয়, ব্যক্তি হিসেবেও পর্দার বাইরে বরাবরই নিজের মনের কথা খোলাখুলি প্রকাশ করেছেন অনির্বাণ ভট্টাচার্য। নিজের রাজনৈতিক অবস্থান কখনও সেভাবে স্পষ্ট করে উল্লেখ না করলেও বিভিন্ন রাজনৈতিক ঘটনার প্রেক্ষিতে নিজের সুস্পষ্ট মনোভাব প্রকাশ করতে কখনও দ্বিধাবোধ করেননি এই জনপ্রিয় বাঙালি অভিনেতা। জানিয়ে রাখা ভালো, চলতি বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তাঁর রচিত গান আলোড়ন তুলেছিল জনমানসে। অস্বস্তিতে পড়েছিল গেরুয়া শিবির। তা অনির্বাণ ভট্টাচার্য কি বামপন্থী? প্রশ্নটি বহুদিনই ঘুরপাক খাচ্ছিল তাঁর অনুরাগীদের মনে। এবার সেই বিষয়ে নিজেই মুখ খুললেন ‘মন্দার’ এর পরিচালক।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বললেন অনির্বাণ। স্পষ্ট ভাষায় জানালেন, তাঁর সঙ্গে বামপন্থার কোনওদিনই তেমনভাবে প্রতক্ষ্য যোগাযোগ ছিল না। পাশাপাশি সুর ছড়িয়ে বললেন, ‘গরিব, নীপিড়িত মানুষেরা যাতে ভাল থাকে, এটাই আমার রাজনীতি।আর বলা ভালো আমিই রাজনীতির শিকার’। এরপরই টলি-তারকার পাল্টা প্রশ্ন, তিনি যে বামপন্থায় বিশ্বাসী, বামপন্থী সত্তা আছে একথা কে বলেছে? এখানেই না থেমে অনির্বাণ স্পষ্ট, কাটা, কাটা ভাষায় বলে ওঠেন যে তিনি কোনওদিনই বামপন্থী রাজনীতি করেননি। বামপন্থী রাজনৈতিক দলের সঙ্গে তাঁর কোনওকালেই কোনওরকম যোগাযোগ ছিল না। এমনকি কলেজে পড়াকালীন এসএফআই করেননি, দেওয়াল লিখন লিখতে যাননি। অনির্বাণ পরিষ্কার করে এও বলেন যে তাঁর বাবাও কোনোকালে রাজনীতি করেননি। তিনিও এক্ষেত্রে তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে তাঁর বাবার বড়দা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত।
তাহলে কী করে অনির্বাণকে রাজনৈতিক বিশ্বাসকেকেন্দ্র করে এই গুঞ্জন উঠল? তাঁরও জবাব দিয়েছেন অনির্বাণ। তাঁর সাফাই, ‘দিল্লির আমির আজিজের একটি কবিতা ‘সব ইয়াদ রাকখা যায়ে গা’র বঙ্গানুবাদ করেছিলাম। নজরুল মঞ্চের একটি অনুষ্ঠানে আমি তা পাঠ করি। তারপর থেকেই মানুষের মধ্যে এই বিশ্বাস তৈরি হয়েছে আমি বামপন্থী’। তা সত্বেও প্রশ্ন ওঠে যে ‘পলিটিক্যালি কারেক্ট’ রাখতেই কি নিজের বামপন্থী সত্তার কথা গোপন রাখেন এই জনপ্রিয় অভিনেতা? সে জবাব দিতেও মোটেই পিছপা হননি অনির্বাণ। তাঁর কথায়, ‘একটা কবিতা বলেছি, যেখানে গোলাপের রং লাল, এই কথাটি রয়েছে। সেটি বলেছি বলেই আমি বামপন্থী! সমাজে যে কী ভাবে মেরুকরণ হয়েছে তা এই ব্যাপারটি থেকেই স্পষ্ট। সত্যি কথা বলতে কী আমি নিজেই রাজনীতির শিকার।’
For all the latest entertainment News Click Here