বাভুমাকে আউট করে অশ্লীল উচ্ছ্বাস, জরিমানা স্যাম কারানের
শুভব্রত মুখার্জি: ক্রিকেট মাঠে বিপক্ষ ব্যাটারকে আউট করে বোলারদের আনন্দ, উচ্ছ্বাস কিছু নতুন ঘটনা নয়। মাঝে মাঝে সেই উচ্ছ্বাস কখনও লাগামছাড়াও হয়ে যায়। ঠিক সেরকম ঘটনা ঘটে গেল দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচে। যেখানে তেম্বার বাভুমাকে আউট করার পরে অশ্লীল উচ্ছ্বাসে মাততে দেখা যায় স্যাম কারানকে। আর খেলার মাঠে অতিরিক্ত বাজে অঙ্গভঙ্গি করার কারণে কঠোর শাস্তির মুখে পড়তে হল তাঁকে। মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে তাঁর।
ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে রিপোর্ট দেন দুই আম্পায়ার। তাঁদের রিপোর্টের ভিত্তিতে কারানকে ডেকে পাঠান ম্যাচ রেফারি জেফ ক্রো। কারেন নিজের অপরাধ স্বীকার করেন। তবে শাস্তির হাত থেকে রেহাই পাননি তিনি। অনিয়ন্ত্রিত উচ্ছ্বাস প্রকাশ করে কড়া শাস্তি পেলেন স্যাম কারেন। কারেনের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হল। পাশাপাশি তাঁর ঝুলিতে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। আইসিসির তরফে কারেনের শাস্তি ঘোষণা করেছে।
প্রসঙ্গত দ্বিতীয় একদিনের ম্যাচে নজির গড়ে জিতেছিল প্রোটিয়া বাহিনী। এই ম্যাচে ৩৪২ রান তাড়া করে জিতেছিল তাঁরা। এই ম্যাচেই অর্থাৎ দ্বিতীয় এক দিনের ম্যাচে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলেন বাভুমা। পরবর্তীতে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার। উল্লেখ্য বাভুমার শতরানের সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। গত রবিবারের ম্যাচে বাভুমাকে আউট করে উচ্ছ্বাস প্রকাশের সময় ইংল্যান্ডের অলরাউন্ডার দৌড়ে অধিনায়ক বাভুমার কাছে চলে যান। তাঁর উচ্ছ্বাসের ভঙ্গি আইনসম্মত ছিল না। আইসিসির আচরণবিধি অনুযায়ী কারেন লেভেল ওয়ান অপরাধে অভিযুক্ত হন। তাঁকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছেন ম্যাচ রেফারি ক্রো।
প্রসঙ্গত রবিবারের ম্যাচে ১০২ বলে ১০৯ রান করেন বাভুমা। কারানকে লেগের উপর দিয়ে তুলে মারতে যান তিনি। বল তার ব্যাটে লেগে উইকেটে এসে লাগে। ফলে বোল্ড হয়ে ফিরতে হয়েছিল বাভুমাকে। তারপরেই অশ্লীল উচ্ছ্বাসে মাততে দেখা যায় কারানকে।
For all the latest Sports News Click Here