বাবা KKR সমর্থক, ৩ কোটিতে মুম্বই দলে ছেলে! গৃহযুদ্ধ ‘বেবি এবি’র পরিবারে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চ কাঁপানোর ফলে আইপিএলের নিলামে দর উঠেছে ৩ কোটি টাকা। এবি ডিভিলিয়ার্সের ‘ছায়া’র মতো খেলেন বলেই তাঁর নাম ‘বেবি এবি’। আর এহেন ডেওয়াল্ড ব্রেভিসের বাড়িতেই ‘অশান্তি’। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের বাবাই জানালেন ‘অশান্তি’র কারণ। ডেওয়াল্ডের বাবা ওকার ব্রেভিস জানান, তিনি প্রথম থেকেই কলকাতা নাইট রাইডার্সের সমর্থক। আর ছেলে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মুম্বইয়ের ঘর আলোকিত করতে চলেছেন। এটাই আপাতত পরিবারের ‘সমস্যা’।
ব্রেভিস সিনিয়ার বলেন, ‘আমি কেকেআরকে সমর্থন করি। রাইনার্ড চেন্নাই সুপারকিংসের বড় সমর্থক। তবে আমার স্ত্রী ইয়লান্ডা দীর্ঘদিন ধরেই মুম্বইয়ের সমর্থক।’ উল্লেখ্য, মায়ের পছন্দের দলেই বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সুযোগ পেয়েছেন ‘বেবি এবি’।
নিলামের প্রথমদিনই ৩ কোটি টাকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রোটিয়া তারকা ক্রিকেটারকে দলে নিয়ে তাক লাগিয়ে দেয় মুম্বই। নিলামের পর ব্রেভিস জানান, নিলামের দিন টাইটানসের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। ম্যাচের মাঝেই টিভিতে নজর রেখেছিলেন ব্রেভিস। ঘরোয়া টুর্নামেন্টে সেদিন নাইটসদের বিরুদ্ধে অবশ্য খুব একটা ভালো করতে পারেননি। ব্রেভিস ২৫ বলে ২৩ রান করে আউট হন তিনি। তবে তাঁর দল ম্যাচ জেতেন। আর তিনিও ব্যক্তিগতভাবে লাভবান হন আইপিএলের দৌলতে।
উল্লেখ্য, বছর বয়সী ব্রেভিস আনক্যাপড হলেও সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচে ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান করে অনেকের নজর কেড়েছেন। ৫০ ওভারের ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ছিল ৯০.১৯। দু’টি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি ছিল তাঁর নামে। ব্যাটিং শৈলীতে এবি ডিভিলার্সের কথা মনে করানো এই প্রোটিয়া ক্রিকেটার ভবিষ্যতে বিশ্ব ক্রিকেট মাতাবেন বলে মত অনেক বিশেষজ্ঞরই। আবার ডিভিলিয়ার্সেরই মতো ১৭ নম্বর জার্সি পরেন তিনি। এদিকে মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনও করতে পারেন ব্রেভিস। তাই এই তরুণ ক্রিকেটারের উপর ভরসা রেখেছে মুম্বই।
For all the latest Sports News Click Here