বাবা হারা হলেন চঞ্চল চৌধুরী, গ্রামের বাড়ি পাবনায় অনুষ্ঠিত হবে শেষকৃত্য
বাবার অসুস্থতার খবর আগেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন চঞ্চল চৌধুরী। মঙ্গলবার এল পিতৃবিয়োগের খবর। চঞ্চল চৌধুরীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ চৌধুরী মারা যান মঙ্গলবার। ঢাকার এক বেসরকারি হাসপাতালেই রাত সোয়া আটটা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুই সপ্তাহ ধরে ভর্তি ছিলেন আইসিইউতে। মঙ্গলবার সন্ধ্যায় আচমকা মস্তিষ্কে রক্তক্ষরণ হলে আর বাঁচানো যায়নি।
বাংলাদেশের পাবনার সুজানগর উপজেলার কামারহাটে রাধা গোবিন্দ চৌধুরীর শেষকৃত্য হবে। এখানেই দেশের বাড়ি অভিনেতার। এলাকায় তাঁর বাবা দুলাল মাস্টার বলে পরিচিত। এমনিতেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন চঞ্চলের বাবা। তারপর সেরিব্রাল হলে অবস্থার আরও অবনতি হয়। কিছুদিন আগেই চঞ্চল বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই।’
মঙ্গলবার রাতে কিছুই লিখতে পারেননি ‘কারাগার’-এর ‘মিস্ট্রিম্যান’। শুধু লেখেন, বাবা…। অভিনেতার পারিবারিক বন্ধু শেহনাজ খুশি ফেসবুকে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা, সন্ধ্যা ৭:৫০ মিনিটে, ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে, ইহ জগতের মায়া ত্যাগ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি। চঞ্চলের বাবার শেষকৃত্য, তার নিজ গ্রামের বাড়ি পাবনার কামারহাটে সম্পন্ন হবে।’
For all the latest entertainment News Click Here