বাবা হওয়ার চিন্তা নাকি ফ্লপের শোক? বেশি বেশি মদ্যপান করছেন রণবীর!
মাস কয়েক হল বিয়ে হয়েছে। স্ত্রী আলিয়া ভাটকে নিয়ে রূপকথার সংসার। আপাতত অনাগত সন্তানের অপেক্ষায় দিন কাটছে রণবীর কাপুরের। পাশাপাশি চলছে ছবির কাজ। এই সুন্দর, সাজানো জীবনের মাঝে কি মাথাচাড়া দিচ্ছে কোনও দুশ্চিন্তা? তা ভুলতেই কি মদের প্রতি আসক্ত হয়ে পড়ছেন অভিনেতা? ‘কফি উইথ করণ’-এর নতুন পর্ব দেখে রণবীরকে নিয়ে এমনই অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাঁর অনুরাগীদের মনে।
অর্জুন কাপুরের একটি মন্তব্য থেকে যাবতীয় চর্চার সূত্রপাত। তিনি যদিও আগ বাড়িয়ে কিছু বলেননি। করণের প্রশ্নবাণের মুখে পড়েই যত কাণ্ড! করণ জোহরের অনুষ্ঠানে বোন জাহ্নবী কাপুরের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কে সব চেয়ে বেশি মদ্যপান করবেন? সময় ব্যয় না করেই বনি-পুত্রের উত্তর, ‘ইদানীং নিজের পদবীকে যোগ্য মর্যাদা দিচ্ছে ও’।
(আরও পড়ুন: প্রেমের কথা প্রথমে অয়নকেও বলেননি রণবীর-আলিয়া, এর কারণটা বেশ চমকে দেওয়ার মতো )
যে কোনও উৎসবে মদ্যপানের ক্ষেত্রে কাপুর পরিবারের জুড়ি মেলা ভার। এক সাক্ষাৎকারে এ কথা ফাঁস করেছিলেন রণবীর স্বয়ং। তিনিও যে এখন সেই দলেই নাম লিখিয়েছেন, তা-ই যেন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন অর্জুন।
(আরও পড়ুন: ‘পা টিপে দেয় না, কিন্তু…’,কেমন করে যত্ন নেন রণবীর? ফাঁস করলেন অন্তঃসত্ত্বা আলিয়া)
মদ্যপানের বিষয়ে অতীতে রণবীর বলেছিলেন, ‘আমার কোনও নেশা নেই। কিন্তু আমি খুব বেশি মদ খাই। একবার খাওয়া শুরু করলে থামাতে পারি না। এটা বোধ আমার রক্তে আছে। আমার পরিবারে সকলেই মদ্যপান করতে ভালোবাসেন।’
(আরও পড়ুন: বউ ভাগ্যে লক্ষ্মীলাভ হল না রণবীরের! বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ ‘শামশেরা’)
কিন্তু প্রশ্ন উঠছে, ইদানীং কেনই বা বেশি মদ্যপান করছেন রণবীর? অতিরিক্ত কাজের চাপ, ‘শামশেরা’ ফ্লপ হওয়ার শোক নাকি নতুন দায়িত্বের চিন্তা? উত্তর অজানা।
For all the latest entertainment News Click Here