বাবা সিদ্দিকির পার্টিতে শাহরুখ-সলমনের ভাইচারা! হাত ধরে, গলা মিলিয়ে করলেন আদর
বলিউডের বেতাজ বাদশা তাঁরা দুজনেই। মাঝে কিছু বছর একেবারে মুখ দেখাদেখি বন্ধ ছিল। তবে এখন গলায় গলায় ভাব দুই খান শাহরুখ আর সলমনের। আজকাল যেন একে-অপরকে কাছে ফেলে ছাড়তেই চান না। ঠিক যেমনটা দেখা গেল বাবা সিদ্দিকির ইফতার পার্টির শেষে।
ইনস্টাগ্রামে এক পাপারাজ্জো প্রোফাইল থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তাঁরা একে-অপরের হাত ধরে আছেন। আরেক হাত দিয়ে মিডিয়ার ক্যামেরার দিকে কিস ছুঁড়ে দিচ্ছেন শাহরুখ। এরপর একে-অপরকে জড়িয়ে ধরেন। শুধু তাই নয়, কিং খানের গাড়ির সামনে আরও একবার হয় জড়াজড়ি। তারপর ‘বন্ধু’ গাড়িতে উঠলে ফিরলেন সলমন।
শাহরুখ আর সলমন দুজনকেই এদিন দেখা গেল অল ব্ল্যাক লুকে। এর আগে সলমনের জন্মদিনের পার্টিতেও মাঝরাতে পৌঁছে গিয়ে সকলকে চমকে দিয়েছিলেন শাহরুখ। বাদশার পাঠান ছবিতে সলমনের এন্ট্রি বেশ পছন্দ হয়েছিল ভক্তদের। এবার পালা শাহরুখের ভাইজানের টাইগার থ্রি-তে কেমিও করার। করোনা পরবর্তী সময়ে যখন ইন্ডাস্ট্রির হাল খারাপ, তখন যেভাবে শাহরুখ-সলমন একে-অপরের হাতটা শক্ত করে ধরেছে তা মুগ্ধ করেছে অনেককেই। আরও পড়ুন: কে এই বাবা সিদ্দিকি, যার পার্টিতে এবারেও হাজিরা দিলেন শাহরুখ-সলমন সহ গোটা বলিউড?
এই ভিডিয়োতে কমেন্ট করেছেন এক শাহরুখ ভক্ত। লিখলেন, ‘এসব দেখে যাদের হিংসে হচ্ছে তারা যাও গিয়ে ডুবে মরো। আই লাভ শাহরুখ, তবে আজকাল সলমনকেও ভালো লাগছে’। আরেকজন লিখলেন, ‘সলমন-শাহরুখের বন্ডিং বেস্ট লাগে। দুজনের মধ্যে নিশ্চয়ই কম্পটিশন আছে, তবে তা স্বাস্থ্যকর। ঠিক বন্ধুদের মধ্যে যেমন থাকা উচিত’। তৃতীয়জনের মন্তব্য, ‘দিনের সেরা ভিডিয়ো’। আরও পড়ুন: পাশে ভাই আব্রাম! ইশান কিশান আউট হওয়ায় মুখ দিয়ে ‘F Word’ বেরিয়ে গেল সুহানার?
কাজের সূত্রে, শাহরুখকে শেষ দেখা গিয়েছে জানুয়ারিতে পাঠান ছবিতে। যা বক্স অফিসে হাজার কোটির উপর আয় করছে। সলমন আসছেন ইদে ‘কিসি কা ভাই কিসি কি জান’ নিয়ে। এই বছরে শাহরুখের আরও দুটো ছবি মুক্তির কথা রয়েছে– জাওয়ান আর ডাঙ্কি। এদিকে দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা বলিউডের স্পাই ইউনিভার্সের আরেক ছবি ‘টাইগার ৩’-এর। যাতে পাঠান হয়ে ধামাকেদার এন্ট্রি নেবেন শাহরুখ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here