‘বাবা-মাকেও কিছু জানাবে না’, অনুষ্কাকে কী গোপন রাখার পরামর্শ ছিল আদিত্যর?
সালটা ২০০৮, ‘রব নে বানা দি জোড়ি’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন অনুষ্কা শর্মা। শাহরুখের বিপরীতে অভিনয় করে প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন অনুষ্কা। মা হওয়ার পর সম্প্রতি নেটফ্লিক্সের ডকু সিরিজ ‘দ্যা রোম্যান্টিক্স’-এর হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেত্রী। সেবিষয়েই এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে উঠে এসেছিল অনুষ্কার বলিউড ডেবিউ প্রসঙ্গ।
অনুষ্কা জানান, তাঁর বলিউড ডেবিউ-এর কথা সম্পূর্ণ গোপন ছিল। ‘রব নে বানা দি জোড়ি’র পরিচালক, প্রযোজক আদিত্য চোপড়া লিড রোলে অভিনয়ের কথা সম্পূর্ণ চেপে রাখার পরামর্শ দিয়েছিলেন, এমনকি বলেছিলেন, ডেবিউয়ের কথা যেন অনুষ্কা নিজের বাবা-মাকেও না জানান। অনুষ্কার কথায়, ‘আমি আদির (আদিত্য চোপড়া) পরামর্শ শুনে অবাক হয়ে যাই। যদিও সত্যি সত্যিই সবকিছুই গোপন রেখেছিলাম।’
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত, ‘রাব নে বানা দি জোড়ি’ একটি রোম্যান্টিক-কমেডি। ছবির গল্পে দেখা গিয়েছিল সুরিন্দরকে (শাহরুখ খান) ঘিরে আবর্তিত হয়, যিবি একজন সাধারণ মেয়ে তানির (অনুষ্কা শর্মা) প্রেমে পড়েন। পরিস্থিতির চাপে পড়ে সুরিন্দরকে বিয়ে করেন তানি। বিয়েকে টিকিয়ে রাখতে এবং স্ত্রী তানিকে মুগ্ধ করতে সুরিন্দর রাজ হিসাবে নিজেকে বদলে ফেলেন।
ডেবিউ হিরো শাহরুখের সঙ্গেই ২০১৮-তে ‘জিরো’ ছবিতে অভিনয়ের পর অনুষ্কা অভিনয় জীবন থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন। যদিও অনুষ্কার বিরতি নেওয়ার কারণ ছিল মাতৃত্ব। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সম্প্রতি ‘চাকদা এক্সপ্রেস’ ছবির হাত ধরে পর্দায় ফিরছেন অনুষ্কা শর্মা, যে ছবিটি আসলে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিক। অনুষ্কার ভাই কর্ণেশ শর্মার প্রযোজনায় ‘চাকদা এক্সপ্রেস’ মুক্তি পাবে নেটফ্লিক্সে। পাশাপাশি অনুষ্কা পা রাখতে চলেছেন OTT-র পর্দাতেও। নেটফ্লিক্সের ডকু সিরিজ ‘দ্যা রোম্যান্টিক্স’-এ দেখা যাবে তাঁকে।
সম্প্রতি হার্দিক পান্ডিয়া ও নাতাশা নাতাসা স্ট্যানকোভিচের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিরাট কোহলির সঙ্গে উদয়পুরে উড়ে গিয়েছিলেন অনুষ্কা শর্মা। যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here