বাবা চাঙ্কির জন্যই বাড়িতে কাউকে আমন্ত্রণ করেন না অনন্যা, ফাঁস ফ্যামিলি সিক্রেট!
২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন অনন্যা পাণ্ডে। এরপর ‘পতি পত্নী আর ও’, ‘গেহরাইয়া’ সিনেমায় দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছেন তিনি একেবারেই চান না তাঁর বাড়িতে কেনও অতিথি আসুক। আর এর কারণ হিসেবে বাবা চাঙ্কি পাণ্ডেকেই দায়ি করেছেন অভিনেত্রী।
‘গেহরাইয়া’র প্রচারেই নিজের ফ্যামিলি সিক্রেট ফাঁস করতে দেখা যায় তাঁকে। কো-স্টার দীপিকা-সিদ্ধান্ত সাথে কথা প্রসঙ্গে জানান কীভাবে স-লজ্জভাবে অনন্যা জানিয়েছিলেন তাঁদের নিজের বাড়িতে না আসার কথা! এদিকে সকলের পরিকল্পনা ছিল তাঁরা একদিন অনন্যার বাড়িতে ডিনারে যাবেন।
সাইরাসের শো-তে এসে অনন্যা জানান, ‘কারণ আমার বাবা সারাদিন বাড়ির মধ্যে তোয়ালে পরে ঘুরে বেড়ায়। তাও যদি তোমরা আমার বাড়িতে আসতে চাও, তাহলে আসতেই পারো।’ অনন্যার মুখে এই কথা শুনে হাসতে থাকেন ‘গেহরাইয়া’র পরিচালক শকুন বাত্রা। বলে বসেন, ‘আমি নিজের চোখে দেখতে পারছি এই নিয়ে এবার হাজার মিম তৈরি হয়ে গিয়েছে।’
সাইরাসের শো-তে এসেই অনন্যার সাথে মস্করা করতে শুরু করেন দীপিকা, সিদ্ধান্তরা। জানান, নিজের খাবার কারও সাথে শেয়ার করেন না অনন্যা। সঙ্গে দীপিকা বলে বসেন, ‘আরে আমরা তো অনন্যার বাড়িতেও যেতে চাই। কিন্তু ও রাজি হয় না!’
চাঙ্কি পাণ্ডে ও ভাবনা পাণ্ডের দুই কন্যা সন্তান। বড় মেয়ে অনন্যা ও ছোট মেয়ে রইসা। অনন্যা ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। আর ছোট রাইসা লেখাপড়া নিয়ে ব্যস্ত!
For all the latest entertainment News Click Here