বাবা কয়লার খনিতে কাজ করতেন, ভাবিনি কখনও ভারতের হয়ে খেলব- KKR এর তারকা উমেশ যাদব
চলতি আইপিএল মরশুমটা এখনও পর্যন্ত উমেশ যাদবের জন্য দুর্দান্ত যাচ্ছে। তিনি সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের বিশেষজ্ঞ টেস্ট বোলারের ভূমিকা পালন করেন। বর্তমানে ১৫তম আইপিএল-এ তিনি পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা বোলার। উমেশ বহু বছর ধরেই তিনি ক্রিকেট খেলছেন কিন্তু অনেকেই তাঁর কঠিন সংগ্রামের আসল গল্প জানেন না।এবার কেকেআর-এর দ্বারা শেয়ার করা ভিডিয়োতে ভারতীয় ফাস্ট বোলার নিজের লড়াইয়ের গল্প শোনালেন। ভারতের হয়ে খেলার স্বপ্ন পূরণ করা তার পক্ষে কতটা কঠিন ছিল সেটাই জানালেন উমেশ যাদব।
উমেশ যাদব বলেন,‘আমি যেখান থেকে উঠে এসেছি, সেখানে খুব কম ছেলেই রয়েছে যারা বিশ্বাস করে যে তারা ভারতের হয়ে খেলতে পারবে। ক্রিকেট খেলা এবং স্বপ্ন দেখা তাদের জন্য ব্যয়বহুল ছিল। ব্যাট, প্যাড, জুতা ইত্যাদি আপনি কখনই নিতে পারেন না। কারণ আপনি কয়লা খনিতে থাকেন। আপনার বাবা কয়লা খনিতে যান এবং কঠোর পরিশ্রম করেন। সে সময় আমি কখনও ভাবিনি যে আমি ভারতের হয়ে খেলব। কারণ এটা আমার কল্পনার বাইরে ছিল।’
উমেশ আরও বলেন যে সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে তার সেরা সময় ছিল ২০১৫ বিশ্বকাপ। যেখানে তিনি দলের হয়ে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন। তিনি বলেন,‘২০১৪ সালে (কেকেআরের সাথে) শিরোপা জেতার পর, আমার জন্য পরবর্তী বড় মুহূর্ত ছিল ২০১৫ বিশ্বকাপ। আমি যে ধরনের উইকেট পেয়েছিলাম আমি ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলাম। তাই আমার সাদা বলের আসল যাত্রা সেখান থেকেই শুরু হয়েছিল।’
তাঁর দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও, উমেশকে কিছু সময়ের পরে সাদা বলের দল থেকে বাদ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে অনেকেই তাঁকে সীমিত ওভারের বোলার হিসাবে বিবেচনা করতে অস্বীকার করেছিল। তিনি বলেন,‘আমার কেরিয়ার গ্রাফ যখন নীচের দিকে নামছিল তখন আমার খারাপ লেগেছিল। সেই সময়ে আমি ভারতীয় সাদা বলের দলে প্রবেশ করছি আবার বাইরে চলে যাচ্ছি। অনেকেই আমাকে এমন একজন বোলার হিসাবে চিহ্নিত করেছিলেন যে সাদা বলের বোলার নয়। আমার খারাপ লাগছিল যে হঠাৎ করে অনেক কিছু বদলে গেছে। একটা সময়ে আমি ২০১৫ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলাম। কিন্তু এটা ঠিক আছে, এটাই জীবন, এটা চলতেই থাকে।’
For all the latest Sports News Click Here