বাবা ও যমজ সন্তানের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল! ১১ বছর বলিপাড়া থেকে দূরে ছিলেন ফারদিন
চার কিংবা পাঁচ নয়, পাক্কা এগারো বছর পর বড়পর্দায় কামব্যাক করছেন ফারদিন খান। শেষবার এই বলি-অভিনেতাকে দেখা গেছিল ‘দুলহা মিল গয়া’ ছবিতে। রিতেশ দেশমুখের সঙ্গে জুটি বেঁধে সঞ্জয় গুপ্তার পরিচালনায় ‘বিস্ফোট’ ছবির মাধ্যমে ফের একবার দর্শকদের সামনে আসবেন ফারদিন। সম্প্রতি, বলিউড হাঙ্গামাকেএক সাক্ষাৎকারে জানালেন কেন এত বছর ধরে নিজেকে তিনি সিনেমাপাড়া থেকেদূরে সরিয়ে রেখেছিলেন।
ফারদিনের কথা থেকেই জানা গেল, ক্যানসারে আক্রান্ত হয়ে বাবা ফিরোজ খানের মৃত্যুর পর দারুণভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সময়টা খুব কঠিন ছিল তাঁর কাছে। নিজের স্বাস্থ্যও দারুণ খারাপ হয়ে গিয়েছিল তাঁর। এখানেই শেষ নয়। এরপর ২০১১ সালে আইভিএফ পদ্ধতিতে নানান সমস্যার ফলে নিজের যমজ সন্তানদের মৃত্যুরও সাক্ষী থাকতে হয়েছিল তাঁকে এবং তাঁর স্ত্রী নাতাশাকে। স্বাভাবতই এই ঘটনার জেরে দারুণ ভুগেছিলেন নাতাশা এবং ফারদিন। সব মিলিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন ‘নো এন্ট্রি’ ছবি খ্যাত এই তারকা।
প্রসঙ্গত, বিখ্যাত ভেনেজুলিয়ান ছবি ‘রক পেপার সিজারস’ এর হিন্দি রিমেক হতে চলেছে ‘বিস্ফোট’। উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া এই ছবি ৮৫তম অস্কারেএর ‘সেরা বিদেশী ছবি’-র বিভাগে পাঠানো হয়েছিল ভেনেজুয়েলার তরফে। প্রসঙ্গত, এর আগেও বড়পর্দায় ‘হে বেবি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ফারদিন এবং রিতেশ। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। এই হিসেবে ১৪ বছর পর রিতেশের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই বলি-অভিনেতাকে।
For all the latest entertainment News Click Here