বাবা অমিতাভ নয়, ভাই অভিষেকের জন্য বেশি খারাপ লাগে শ্বেতার! কেন এমন বললেন?
ট্রোল হওয়া বলিউড তারকাদের কাছে যেন রোজকার ব্যাপার। আর সেই তারকা যদি স্টারকিড হয় তাহলে ট্রোলের মাত্রাটা যেন বেড়ে যায়। অভিষেক বচ্চনের কথাই ধরা যাক না কেন, সেই কেরিয়ারের শুরু থেকেই তাঁকে অমিতাভের সঙ্গে তুলনা করা হয়েছে বারবার। এমনকী তাঁর আর ঐশ্বর্যর বিয়েও ভালো চোখে দেখেননি বেশিরভাগ মানুষ একটা সময়। আর বচ্চন পরিবারের উপরে হওয়া এই কঠাক্ষ নিয়েই সম্প্রতি মুখ খুললেন শ্বেতা বচ্চন। বিশেষ করে ভাই অভিষেক প্রসঙ্গে। জানালেন বিগত ২০ বছর ধরেই এমনটা হয়ে আসছে।
মেয়ে নভ্যার পডকাস্ট শো-তে এসে মা জয়ার সঙ্গে কথাপ্রসঙ্গে শ্বেতা বলে ওঠেন, ‘এগুলো খুব নোংরা। আমার তো রক্ত গরম হয়ে যায়। ওকে সব সময় আক্রমণ করতে থাকে এরা। জানি না কেন এরকম করে। কিন্তু সবসময় এগুলো নেওয়া যায় না। আমি তো সহ্যই করতে পারি না… একনও এই বিষয়ে কথা বলতে চাই না। আমি জানি না কেন, অভিষেকেকে কেউ কিছু বললেই আমি নিতে পারি না। হতে পারে ও আমার ছোট ভাই, ওর ব্যাপারে আমি হয়তো বেশিই প্রোটেকটিভ।’
‘আমি নানাকে নিয়ে ভাবি না… কিন্তু মামুর ব্যাপারটা আমাকে আঘাত করে বেশি। ওকে বারবার তুলনা করা হয় এমন একটা ব্যাপারের সঙ্গে যার তুলনা সত্যিই হয় না। আপনি একজনকে একটা জিনিসের সঙ্গে তুলনা করছেন যা সুবিশাল। আপনারা কীভাবে ভাবেন এটার বরাবর কেউ আসতে পারে? আমার মনে হয় না সাফল্যকে এভাবে মাপকাঠিতে রেখে মাপা যায়। এটা ঠিক নয়। এটা নোংরা। ১০-এর মধ্যে তুমি যদি ৮ নম্বর পাও, লোক বলবে ওর বাবা তো ১০-ই পেয়েছে। আপনারা একটা মানুষের সাফল্যকে অদেখা করে যাচ্ছেন শুধুমাত্র তাঁর পরিবারের অন্য কেউ বেশি সফল বলে। আমার এটাই জঘন্য লাগে।’, মেয়ের দিকে তাকিয়ে বলে ওঠেন শ্বেতা।
২০০০ সালে করিনা কাপুরের সঙ্গে ‘রিফিউজি’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিষেক। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘দশভি’-তে। যা বেশ ভালো প্রশংসা পায়। ব্রেথ: ইনট
For all the latest entertainment News Click Here