বাবার মৃত্যু, অশৌচেও কীভাবে মেকআপ করব! জানানোয় ‘এক্কা দোক্কা’ থেকে বাদ সুভদ্রা
টেলিপর্দার পরিচিত মুখ। অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন করে আলাপ করানোর কিছু নেই। সম্প্রতি এক্কাদোক্কা ধারাবাহিকে দেখা যাচ্ছিল সুভদ্রাকে। ‘এক্কাদোক্কা’র নতুন ট্রাকে ফিরিয়ে আনা হয়েছে ‘মোহর’ ধারবাহিকের প্রতীক সেন ও সোনামণি জুটিকে। আ। প্রতীকের পিসিমার চরিত্রে অভিনয় করছিলেন সুভদ্রা মুখোপাধ্যায়। আর মায়ের ভূমিকায় অনুশ্রী দাস। কিন্তু হঠাৎ-ই বাদ পড়লেন সুভদ্রা। কিন্তু কেন?
এক্কাদোক্কা থেকে কেন বাদ পড়লেন? সম্প্রতি তা নিয়েই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। জানান, গত ৬ তারিখ তিনি তাঁর বাবা শান্তিগোপাল মুখোপাধ্যায়কে হারিয়েছেন। তাঁর বাবাই ছিলেন তাঁর শিক্ষাগুরু। জানান, তাঁর বাবার পেলভিক বোন ভেঙে যাওয়াতে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তাঁর বাবাই ছিলেন তাঁর শিক্ষাগুরু। শান্তিগোপাল মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি থাকাকালীন তিনি শ্য়ুটিংও চালিয়ে যান বলে জানান অভিনেত্রী। সু্স্থ হয়ে বাড়ি ফিরেছিলেন অভিনেত্রীর বাবা। অভিনেত্রীর কথায়, ‘বাড়িতে ফেরার পর হঠাৎই ম্যাসিভ হার্ট অ্যার্টাক হয়। সেদিনই আবার বিকেল ৪টে নাগাদ আমি শ্বশুরমশাইকেও হারিয়েছি। একই দিনে দুই বাবা-কে হারিয়েছি।’ আর সেকারণেই নাকি তিনি এক্কাদোক্কা থেকে বাদ পড়েন।
প্রসঙ্গত এর আগে গতবছর সোশ্যাল মিডিয়ায় পিতৃদিবসে বাবার সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়।
অভিনেত্রী আরও জানিয়েছেন বাবাকে হারিয়ে তিনদিন সময় চেয়েছিলেন। কারণ সনাতম ধর্মের নিয়মে বিবাহিত কন্যারা বাবার কাজ ৩ দিনে করেন। সেই সময়টুকুই চেয়েছিলেন তিনি। তবে ধারাবাহিকের গল্পে নাকি সেটা তাঁকে দেওয়া সম্ভব ছিল না। সুভদ্রা মুখোপাধ্যায় জানান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত, বাবা-ই তাঁর কাছে সবটুকু ছিলেন। বাবাকে হারিয়ে তিনি ভেঙে পড়েছেন। অশৌচ শরীরে মেকআপ করে অভিনয় করা তাঁর পক্ষে সম্ভব নয়, সেটা অমানবিক। আর তাই তাঁকে সরিয়ে দ্রুত আনা হয় অনুশ্রীকে।
For all the latest entertainment News Click Here