‘বাবার মতো কাউকে পেয়েছি’! সেটে শ্রুতির জন্য মাছের ঝোলও রান্না করেন স্বর্ণেন্দু
বয়সের ফারাক নিয়ে বহুবার ট্রোলের মুখে পড়েছেন শ্রুতি দাস আর স্বর্ণেন্দু সমাদ্দার। এদিকে টলিপাড়ার গুঞ্জন বলছে খুব জলদি তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন। সম্প্রতি বিয়ে নিয়ে মুখ খুললেন ‘রাঙা বউ’-এর নায়িকা। কবে মালা দেবেন পরিচালক প্রেমিকের গলায়?
সম্প্রতি সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন শ্রুতি আর স্বর্ণেন্দু দুজনেই। ইনকোডা টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে ফাঁস করলেন বিয়ে নিয়ে প্ল্যানিং, সঙ্গে সেটের ফাঁকে কীভাবে একে-অপরের খেয়াল রাখেন তাও জানালেন অকপটে।
শ্রুতির কথায়, সেটে ১৪ ঘণ্টা কাটাই একসঙ্গে। বাড়িতে খুব কম সময় দিতে পারি। বাড়ি গিয়ে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ি। আর ছুটির দিনে কলকাতার কাছাকাছি কোথাউ থেকে ঘুরে আসেন গাড়ি নিয়ে। নিভৃতে সময় কাটান।
বিয়ের প্রসঙ্গ উঠতেই শ্রুতি বলে উঠেন, ‘আমরা সত্যিই সংসারী জীবনই কাটাচ্ছি। সো কলড বিয়েটা হয়নি। আমার সেটে শরীরখারাপ থাকলে ও শটের ফাঁকে গিয়ে পাতলা ঝোলও রান্না করে দেয়। আমরা কাজ সামলে একে-অপরকে যতটা টেক কেয়ার করা যায় করি। আর বিয়ে নিয়ে সেরকম কিছু ঠিক করিনি। দুজনেই গো উইথ দ্য ফ্লোয়ে বিশ্বাসী। চাপা একটা প্ল্যানিং চলে, তবে এই সময়েই করতে হবে এরকম কিছু নেই। ইচ্ছে তো একটা আছেই।’
তাঁর আর স্বর্ণেন্দুর বয়সের ফারাক নিয়েও কথা বলেন শ্রুতি। জানান, ‘আমার বয়সটা যেহেতু ওর থেকে অনেকটা কম, তাই অভিজ্ঞতাও কম। তবে আমাদের সম্পর্কে বয়সের ফারাক আমার কাছে বাবার মতো কাউকে পেয়ে যাওয়ার মতো। বাবা-মার মতো টেক কেয়ার করে। এইগুলো ওই আজকে পাবে যাই, চলো ডেটে যাই এর থেকে উর্দ্ধে। বরং এখানে শ্যুটে এসে শরীর কীভাবে ঠিক থাকবে, অসুস্থ হলে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, এটা বেশি জরুরি।’
সঙ্গে অকপটে মেনে নিলেন, সম্পর্কের চার বছর পরেও দুজন দুজনকে চোখে হারান। একে-অপরকে ছেড়ে থাকতেই পারেন না। প্রসঙ্গত, শ্রুতির সঙ্গে স্বর্ণেন্দুর বয়সের ফারাক প্রায় ১৪ বছরের। অভিনেত্রীর প্রথম ধারাবাহিক ‘ত্রিনয়নী’র পরিচালক ছিলেন স্বর্ণেন্দু। পরিচালকই প্রথম শ্রুতিকে ভালোবাসার কথা জানান। তবে এর আগেও শ্রুতি একাধিকবার জানিয়েছেন তিনি স্বর্ণেন্দুকে শুধু প্রেমিক হিসাবে নয়, শিক্ষক, গাইড হিসাবেও পাশে পেয়েছেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here