বাবার ‘পথে’ হেঁটেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমিতে রোনাল্ডো ‘জুনিয়র’
শুভব্রত মুখার্জি: গত গ্রীষ্মকালীন ট্রান্সফারের সময়তেই জুভেন্টাস ছেড়ে তার তারকা হয়ে ওঠার ঠিকানা, তার পুরোনো ঠিকানা ওল্ড ট্র্যাফোর্ডে ফেরেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উল্লেখ্য এই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের হয়েই তার তারকা হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল। বাকিটা আজ কার্যত বিশ্ব ফুটবলের সঙ্গে কোনও ভাবে যুক্ত সকলের জানা। এবার বাবার দেখানো ‘পথে’ হেঁটেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অ্যাকাডেমিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রোনাল্ডোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। কাকাতলীয় হলেও সত্যি বাবার প্রিয় সেই বিখ্যাত ৭ নম্বর জার্সিই পেয়েছেন তিনি।
সিআরসেভেনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তার সঙ্গে রোনাল্ডো লেখা ইউনাইটেডের ৭ নম্বর জার্সি হাতে দেখা গিয়েছে ১১ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রকে। জর্জিনা লিখেছেন, ‘আমাদের স্বপ্নগুলো আমরা মিলিতভাবে একসঙ্গে অনুসরণ করছি। মা তোমাকে ভালোবাসে।’
ইউনাইটেড কর্তৃপক্ষের তরফে জুনিয়র রোনাল্ডোর সঙ্গে পরিচয়ের পাশাপাশি পরিচয় করানো হয়েছে অ্যাকাডেমিতে যোগ দেওয়া আরেক তরুণ প্রতিভা গাব্রিয়েলকে। উল্লেখ্য মাত্র কয়েকদিন আগে ছেলের সঙ্গে নিজের অনুশীলনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রোনাল্ডো। সেখানে তারকা ফুটবলার ক্যাপশনে লেখেন ‘বর্তমান ও ভবিষ্যত।’
প্রসঙ্গত ২০২০ সালে এই রোনাল্ডোর গলাতেই তার ছেলে সম্পর্কে শোনা গিয়েছিল ‘আমার ছেলে একজন দুর্দান্ত ফুটবলার হবে কিনা, আমরা দেখব। সে এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি। মাঝে মাঝে সে কোকাকোলা, ফান্টা পান করে, চিপস খায়। সে জানে আমি এসব পছন্দ করি না। ছেলেকে ট্রেডমিলে দৌড়ানোর পর ঠাণ্ডা জলে ডুব দিতে বললে সে বলে ‘বাবা, খুব ঠাণ্ডা’ তবে এটা স্বাভাবিক, তার বয়স মাত্র ১০ বছর।’ ২০২০ থেকে ২০২২ মাত্র ২ বছরের মধ্যেই কার্যত আপাত উলট পুরাণ ঘটাতে সক্ষম হলেন রোনাল্ডো সিনিয়র।
For all the latest Sports News Click Here