বাবার জন্য আবেগভরা পোস্ট সেলিনার, লিখলেন ‘আমার মনের শহরে তুমিই একমাত্র বাসিন্দা’
বাবার স্মৃতিচারণায় ডুব দিলেন অভিনেত্রী সেলিনা জেটলি (Celina Jaitley)। মনে করলেন তাঁর সঙ্গে কাটানো দিনগুলো। জানালেন তাঁকে নাকি তাঁর বাবার মতোই দেখতে। অভিনেত্রী তাঁর সেই আবেগভরা পোস্টে তাঁর এবং তাঁর বাবার একটি কোলাজ বানিয়েও পোস্ট করেন।
টুইটারে এদিন সেলিনা লেখেন, ‘বাবা, আমার মনে একটা শহর আছে আর সেখানকার একমাত্র বাসিন্দা হলে তুমি। আমায় পুরো আমার বাবা কর্নেল বিক্রম কুমার জেটলির মতোই দেখতে। উনি মাত্র ২১ বছর বয়সে লেফটেন্যান্ট হয়েছিলেন। মাত্র ২১ বছর বয়সে ১৯৭১ -এর ইন্দো পাক অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বুলেট এবং আঘাতের কারণে উনি ওঁর ডান পা প্রায় হারিয়ে ফেলেন। ওঁর ওই সুঠাম দেহটা আঘাতে আঘাতে ভরে যায়। ওঁর এক কানের পর্দা ছিঁড়ে যায়। উনি আর কখনই হকি বা টেনিস খেলতে পারেন না যেমনটা আগে পারতেন।’
তাঁর কথায়, ‘কিন্তু উনি ওঁর মৃত্যুর দিন পর্যন্ত দেশের হয়ে লড়াই করেছেন, দলের নেতৃত্ব দিয়েছেন, বিপদে যুদ্ধ করেছেন, আতঙ্কবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। উনি মানসিক এবং শারীরিক দুই ভাবেই ক্ষতি বিক্ষত হয়ে যান।’
তিনি তাঁর পোস্টে আরও লেখেন, ‘ইনফ্যান্ট্রি অফিসার হওয়ার কারণে ওঁকে সবসময় ওঁর পরিবারের থেকে দূরে থাকতে হতো। কিন্তু তবুও তিনি কখনই বাবা হওয়ার কর্তব্য পালন করতে ভোলেননি। আমি নিশ্চয় আগের জন্মে কোনও ভালো কাজ করেছিলাম তাই ওঁর মেয়ে হয়ে জন্মেছি। আমি চাই আমার প্রতিটা উনি আমার নানা হন। ধন্যবাদ বাবা। তোমার কথাই চিন্তা করছিলাম। মিস করি।’
তিনি এই পোস্ট করার পরই সেটা শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরে যায়। বহু মানুষ তাতে কমেন্ট করেন। এক ভক্ত তাঁর পোস্টে লেখেন ‘স্যালুট এবং প্রণাম।’ আরেক ব্যক্তি লেখেন, ‘খুব সুন্দর পোস্ট।’
For all the latest entertainment News Click Here