বাবার কোলে ছোট্ট সোনাক্ষী, মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন শত্রুঘ্ন সিনহা
দেখতে দেখতে ৩৬টা বসন্ত পার করে ফেললেন সোনাক্ষী সিনহা। হ্যাঁ, আজ ২জুন সোনাক্ষীর জন্মদিন। একমাত্র মেয়ের জন্মদিনে আবেগতাড়িত হয়ে পড়েছেন অভিনেতা, রাজনীতবিদ শত্রুঘ্ন সিনহা। ছোট্ট সোনাক্ষী থেকে বড় হয়ে তাঁর অভিনেত্রী হয়ে ওঠা, মেয়ের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করছেন শত্রুঘ্ন সিনহা। মেয়েকে নিয়ে লিখেছেন বেশকিছু কথা।
শত্রুঘ্ন সিনহা লিখেছেন, ‘কত সুন্দর সময় কেটেছে। এই মহান এবং শুভদিনে আমাদের চোখের মণিকে অনেক ভালোবাসা, আরও একটা দুর্দান্ত বছর কাটুক, অনেক শুভেচ্ছা রইল। তুমি যা কিছু অর্জন করেছো তার জন্য আমরা সত্য়িই গর্বিত। বিশেষ করে ‘দাহাদ’ যে মাইলফলক তুমি ছুঁয়েছ তা নিয়ে আজ আলোচনা হচ্ছে। এটা তোমার সাফল্যে আরও একটি পালক জুড়ে দিয়েছে। যেটি কিনা সম্প্রতি মুক্তি পেয়েছে আমাজন প্রাইম ভিডিওতে। তুমি সবসময় আমাদের কাছে খুব স্পেশাল হয়েই থাকবে। আজ তোমার জীবনের এই বিশেষ দিনটিতে তোমার জন্য প্রচুর সুখ, আনন্দ এবং প্রচুর ভালবাসা কামনা করি। ‘শুভ জন্মদিন!’ ঈশ্বর আশীর্বাদ করুন।’
আরও পড়ুন-বিয়েটা করছেন কবে? কম করে ৫০০ বার এই প্রশ্নের মুখে পড়েছি: সোনাক্ষী
আরও পড়ুন-‘প্রাপ্তবয়স্ক হওয়াটা কঠিন’, সাগরমুখী ফ্ল্যাট কিনেও শান্তি নেই সোনাক্ষীর!
শত্রুঘ্ন সিনহার শেয়ার করা ছবিতে বাবা-মেয়ের সুন্দর মুহূর্ত উঠে এসেছে, সঙ্গে তাঁর অভিনেত্রীর মা পুনম সিনহা ও যমজ দুই ভাই লভ-কুশের ছোটবেলার ছবিও দেখা গিয়েছে।
কীভাবে জন্মদিন উদযাপন করবেন, সেবিষয়ে সোনাক্ষী সম্প্রতি ANI-কে বলেছিলেন, ‘গত ৫-৬ বছর ধরে আমি আমার জন্মদিনে বেড়াতে যাই…। এই দিনে আমি কাজ থেকে বিরতি নিতেই পছন্দ করি। আমার কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। আমি গত বেশ কয়েক বছর ধরে এটাই করে আসছি। তবে এবার আমি শুটিংয়ে ব্যস্ত আছি…তাই এই জন্মদিনে আমি শুধুই কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারব, সেক্ষেত্রে হয়তো আলিবাগ বা লোনাওয়ালা যেতে পারি। তবে, ঠিক কী করব, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিইনি।’
For all the latest entertainment News Click Here