বাবার কাছে গার্হস্থ্য হিংসার শিকার, সাহায্যের আর্তি! ভক্তের ডাকে সাড়া বরুণের
নিজের বাবার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছেন বরুণ ধাওয়ানের এক অনুরাগী। অভিনেতার কাছে সাহায্য চেয়ে টুইট করেছেন। ওই অনুরাগী অভিযোগ করেছেন, তার বাবা তাকে গালিগালাজ করেন এবং মারধর করেন, খাবার খেতে দেন না এবং অকথ্য ভাষা ব্যবহার করে হুমকি দেন। মঙ্গলবার, অভিনেতা টুইটারে সেই অনুরাগীকে উত্তরও দিয়েছেন।
বরুণ অনুরাগী টুইটে লিখেছেন, ‘শ্রদ্ধেয় স্যার, আমি আমার বাবার কাছে বহুবার মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছি। প্রতিদিন আমাকে এবং আমার মাকে গালাগালি করে। কয়েকদিন আমাকে খেতে দেয়নি, গালিগালাজ করে হুমকিও দেয়।’
মহিলা ভক্ত আরও অভিযোগ করেছেন, গুজরাট পুলিশকে সমস্ত প্রমাণ দেখানো সত্ত্বেও তাদের সাহায্য করতে পারেনি। তিনি কর্তৃপক্ষ এবং অভিনেতাকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন। আরও পড়ুন: কিয়ারার সঙ্গে রোম্যান্স বরুণের, মুক্তি পেল ‘যুগ যুগ জিও’র নতুন গান ‘রঙ্গিসারি’
টুইটি দেখে তড়িঘড়ি উত্তর দিয়েছেন বরুণ। মহিলা ভক্তকে শীঘ্রই সাহায্য করার আশ্বাস দিয়েছেন। বরুণ লিখেছেন, ‘এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় এবং যদি এটি সত্য হয় তবে আমি আপনাকে সাহায্য করব এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’
এদিকে, ভক্তদের প্রতি বরুণ ধাওয়ানের উদ্বেগ দেখে মুগ্ধ নেটিজেন। অনেকেই নেটমাধ্যমে বরুণের এই প্রতিক্রিয়াকে কুর্নিশ জানিয়েছেন।
কাজের ফ্রন্টে, শীঘ্রই বরুণ ধাওয়ানকে ‘যুগ যুগ জিও’ ছবিতে দেখা যাবে। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ মেহতা। ছবিতে বরুণের বিপরীতে রয়েছেন কিয়ারা আডবানি। এই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে বরুণ-কিয়ারা জুটিকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর, নীতু কাপুর। করণ জোহর প্রযোজিত এই ছবি মুক্তি পাবে আগামী ২৪শে জুন।
‘যুগ যুগ জিও’ ছাড়াও বরুণকে জাহ্নবী কাপুরের সঙ্গে ‘বাওয়াল’ ছবিতে কাজ করতে দেখা যাবে। কৃতী শ্যাননের সঙ্গে ‘ভেড়িয়া’ ছবিতেও অভিনয় করছেন তিনি।
For all the latest entertainment News Click Here