‘বাবাকে সমসাময়িক অনেকে বিদ্রুপ করেছেন তবুও…’ কোন গায়কদের কটাক্ষ করলেন আদিত্য
বাবাকে নিয়ে আবেগঘন বার্তা আদিত্য নারায়ণের। সোনি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের মঞ্চে উপস্থিত ছিলেন উদিত নারায়ণ। তাঁর সামনেই তাঁর ছেলে তথা এই শোয়ের সঞ্চালক আদিত্য তাঁকে নিয়ে একাধিক কথা বলেন। ভাগ করে নেন নিজের অনুভূতি। জানান তাঁর বাবার শিক্ষা, অজানা কথা।
সোনি চ্যানেলের তরফে ১৮ মার্চের পর্বের একটি ছোট রিল পোস্ট করা হয়েছে। সেখানে আদিত্যর কথা শুনে অনেকেরই চোখে জল এসে গিয়েছে। কী বললেন আদিত্য? তাঁর কথা অনুযায়ী, ‘যখন কেউ আপনাকে ভুলভাল কথা বলছেন, আপনাকে বলছে যাও তোমার গ্রামে ফিরে যাও বা সিকিউরিটি গার্ডের কাজ খোঁজো গিয়ে… কিংবা যখন কেউ তোমায় বলে এখন ইন্ডাস্ট্রিতে তোমার মতো আরও ৫০ জন গায়ক আছেন, তোমার নম্বর কখন আসবে তখন সেসব কথা শুনে কী করে হাসতে হয় সেটা আপনি আমার বাবার থেকে শিখুন।’ তাঁর এই কথা শুনে সবাই হাততালি দিয়ে ওঠেন।
তবে এতটুকুই নয়। আদিত্য আরও বলে চলেন তাঁর বাবার বিষয়ে। বলেন, ‘এমন অনেক সমসাময়িক গায়ক ছিলেন যাঁদের সঙ্গে ওঁর দারুণ প্রতিযোগিতা হতো, তাঁরা বাবাকে নিয়ে পর্দার সামনে বা পিছনে অনেক কথা বলেছেন। কিন্তু কারও সঙ্গে কাজ করতে করতে বা প্রতিযোগিতা করেও তাঁর প্রশংসা করা, তাঁর পিঠ চাপড়ে দেওয়া কী করে যায় সেটা আমার বাবার থেকেই শেখা উচিত।’
উদিত নারায়ণের প্রশংসায় আদিত্যর এই কথা শুনে উপস্থিত সকলেই কেঁদে ফেলেন। বাদ যান না খোদ উদিত নারায়ণও।
এদিন উদিত নারায়ণের সঙ্গে কবিতা কৃষ্ণমূর্তিকে অতিথি হিসেবে ইন্ডিয়ান আইডল সিজন ১৩ এর মঞ্চে দেখা গিয়েছিল।
For all the latest entertainment News Click Here