বাবাকে আদরের চুমু! অমিতাভের জন্মদিনে অদেখা ছবি শেয়ার করলেন শ্বেতা আর নভ্যা
৮০ বছরে পা রাখলেন অমিতাভ বচ্চন। আর এই বিশেষ দিনে বিগ বি-কে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন মেয়ে শ্বেতা। বাবার জন্য শেয়ার করলেন মন ছুঁয়ে যাওয়া বার্তা। বরাবরই অমিতাভের খুব কাছের তাঁর মেয়ে। বচ্চন পরিবারের সঙ্গেই বেশিরভাগটা সময় কাটান অমিতাভ-কন্যা বিয়ের পরেও।
শ্বেতা ইনস্টাগ্রামে একাধিক পুরনো ছবি শেয়ার করেছেন বাবার সঙ্গে। একটা ছবিতে দেখা যাচ্ছে বিগ বি ধরে আছেন তাঁর ছোট্ট মেয়ের হাত। অন্য ছবিতে অমিতাভের সঙ্গে বাবা হরিবংশ রাই বচ্চন আর মা তেজি বচ্চন। আর ক্যাপশনে আবিদা পারভিন আর নাসিবো লালের ‘তু ঝুম’ গানের লিরিক্স ব্যবহার করেছেন তিনি।
দাদুকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভের নাতনি নভ্যা নভেলি নন্দাও। ‘নানা’কে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি মন ছুঁয়ে যাওয়া বার্তা। ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন বচ্চন পরিবারের এই সদস্যও। ক্যাপশনে লিখেছেন, ‘তু না থকেগা কভি, তু না রুকেগা কভি, তু না মুরেগা কভি, কর শপথ, কর শপথ, কর শপথ অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। না তোমার মতো কেউ ছিল, না তোমার মতো কেউ হবে। হ্যাপি বার্থ ডে নানা।’
১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে কেরিয়ার শুরু করেন অমিতাভ। ১৯৭১ সালে ‘আনন্দ’ ছবির জন্য পান প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ-অভিনেতা হিসেবে। ১৯৭৩ সালের ‘জঞ্জির’ ছবির সাফল্য বদলে দেয় অমিতাভের ভাগ্য। সেই থেকেই বলিউডে রাজত্ব করছেন অমিতাভ। ৮০ বছরের জন্মদিনের ঠিক আগে অমিতাভের মুক্তি পাওয়া ছবি ‘গুডবাই’। যা এখন চলছে থিয়েটারে। এছাড়াও হাতে রয়েছে দীপিকা পাড়ুকোনের সঙ্গে হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেক এবং প্রোজেক্ট কে। হাতে রয়েছে ‘উঁচাই’-এর কাজও।
For all the latest entertainment News Click Here