বাবর আজমের ২৯তম জন্মদিনেই বিশ্বকাপের হাই ভোল্টেজ ভারত-পাক মহারণ
শুভব্রত মুখার্জি: দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। মঙ্গলবার অর্থাৎ ২৭ জুন বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে মুম্বইয়ে সূচি প্রকাশ করে আইসিসি। যা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। একে বিশ্বকাপ,তার উপর আবার দীর্ঘ এক দশক বাদে অর্থাৎ ১২ বছর বাদে ঘরের মাটিতে আয়োজন হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ফলে তার উন্মাদনাটাই আলাদা। ওয়ানডে ফর্ম্যাটে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টুর্নামেন্টের সবথেকে আলোচিত ম্যাচ নিঃসন্দেহে ভারত বনাম পাকিস্তানের মহারণ। আর কাকাতলীয়ভাবে এই মহারণ বিশ্বকাপের মঞ্চে যেদিন অনুষ্ঠিত হতে চলেছে ঠিক সেই দিনেই তাঁর জীবনের ২৯ তম বসন্তে পা রাখতে চলেছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম।
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হবে ১৫ অক্টোবর। ম্যাচটি অনুষ্ঠিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর ঘটনাচক্রে এই ১৫ অক্টোবর আবার পাকিস্তান দলের বর্তমান অধিনায়ক বাবর আজমের জন্মদিন। ফলে এই ম্যাচের গুরুত্ব পাকিস্তান দলের কাছে যে আরও বেশি তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত ওয়ানডে ফর্ম্যাটে বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একমাত্র জয়টি এসেছে টি-২০ ফর্ম্যাটে। ২০২১ বিশ্বকাপে সেই ম্যাচে বাবর আজমের নেতৃত্বেই ভারতীয় দলকে হারায় পাকিস্তান। ফলে এবার বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারিয়ে নিজের জন্মদিনের আরও স্পেশাল করে নিতে চান বাবর অজম।
আসন্ন বিশ্বকাপে পাক দল তাদের অভিযান শুরু করবে ৬ অক্টোবর। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা দল। আর ভারত তাদের অভিযান শুরু করবে ৮ অক্টোবর। চেন্নাইতে সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কাকাতলীয়ভাবে গত বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আবহেই নিজের জন্মদিন পালন করেন বাবর আজম। আর এবারও ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন তিনি পালন করতে চলেছেন তাঁর ২৯ তম জন্মদিন। প্রসঙ্গত গত টি-২০ বিশ্বকাপে ভারত নাটকীয়ভাবে হারিয়ে দেয় পাকিস্তানকে। কার্যত গোটা ম্যাচে পিছিয়ে থাকা ভারতকে একার ব্যাটে টেনে তুলে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপে ভারতও এই মহারণ জিততে ফের একবার তাকিয়ে থাকবে বিরাটের দিকে। তেমন অন্যদিকে পাকিস্তান ঐতিহাসিক এই ম্যাচ জিততে তাকিয়ে থাকবে তাদের ‘বার্থডে বয়’ বাবর আজমের দিকে।
For all the latest Sports News Click Here