বাবর আজমদের বিরুদ্ধে ব্যর্থ ফর্ম! IPL খেলতে আসার আগে কী বললেন KKR-এর অজি তারকা
সদ্য সমাপ্ত পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো করতে পারেননি অ্যারন ফিঞ্চ। সেই কথা স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক। ফিঞ্চ জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে পরের সিরিজে তিনি আরও ভালো করবেন।বাবর আজমের অপরাজিত ১০৫ রানের পর পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ ১-২ তে হেরেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি ম্যাচের শেষ ম্যাচে ১২ ওভার বাকি থাকতে নয় উইকেটে জিতেছে। ২১০ রানের স্কোর তাড়া করতে নেমে সিরিজের নির্ধারক ম্যাচে শূন্য রানে আউট হন অ্যারন ফিঞ্চ ও ট্র্যাভিস হেড।
সীমিত ওভারের অধিনায়ক টানা দ্বিতীয়বার রানের খাতা না খুলেই আউট হন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো, ফিঞ্চ এই বছর তার শেষ আটটি আন্তর্জাতিক ইনিংসে মাত্র ১০১ রান করেছেন। এর মধ্যে ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি কঠিন টি-টোয়েন্টি সিরিজ ছিল।ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে কথা বলতে গিয়ে ফিঞ্চ বলেন,‘অবশ্যই,এটা ভালো নয়।শ্রীলঙ্কা সিরিজ থেকে পাকিস্তান সিরিজ পর্যন্ত আমি রান করিনি। এটা আমায় বলার প্রয়োজন নেই। এটা হতাশাজনক,এতে কোন সন্দেহ নেই যে আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনি নিজেকে হয়তো নিজেকে একটু বেশি প্রশ্ন করবেন।’
ফিঞ্চ আরও বলেন,‘কিন্তু আমি এখনও মনে করি আমার সমস্ত প্রশিক্ষণ সত্যিই ইতিবাচক ছিল। এটি প্রথম দুটি বল যা আমার প্যাডে লেগেছিল। এটা আমার ক্যারিয়ার জুড়ে একবারই হয়ে ছিল এবং ভবিষ্যতে এটা না ঘটলে ভালো হবে। কিন্তু আমি এখনও খুব আত্মবিশ্বাসী যে আমি শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের সিরিজে সেটা পরিবর্তন করতে পারব।’
For all the latest Sports News Click Here