বাবরের মতোই দুর্ভাগ্যের শিকার রোহিত, টানা আট ম্যাচ হারের পর দাবি পাক প্রাক্তনীর
আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই মন্থর গতিতে মরশুমটা শুরু করে। তবে এবারে যেন খারাপ সময় কাটছেই পল্টনদের। রোহিতের নেতৃত্বাধীন মুম্বই, আইপিএলের প্রথম দল হিসাবে মরশুমের প্রথম আট ম্যাচেই পরাজিত হয়েছিল। মুম্বইয়ের মতো পাকিস্তান অধিনায়ক বাবর আজমের নেতৃত্বাধীন করাচি কিংসও এবারের পিএসএলে নাগাড়ে প্রথম আট ম্যাচে পরাজিত হয়েছিল।
দুই পড়শি দেশের তারকা অধিনায়কদের পরিস্থিতির মধ্যে অনেকটা মিল খুঁজে পাচ্ছেন প্রাক্তন পাকিস্তান তারকা রশিদ লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে মুম্বইকে নিয়ে করা এক ভিডিয়োয় তিনি বলেন, ‘মুম্বই কিন্তু করাচি কিংসের মতোই ফ্লপ করেছে। আইপিএলের সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজি এখন সবচেয়ে নীচে। এই গোটা ব্যাপারটাই অদ্ভুত। করাচি মোট ৯ ম্যাচ হেরেছিল, মুম্বইও সেই পথেই এগোচ্ছে। রোহিত শর্মাও বাবর আজমের মতো দুর্ভাগ্যের শিকার হয়েছেন। গত ম্যাচে তো পান্ডিয়া ওকে আউট করেন।’
লতিফের মতে দলের অধিনায়কত্ব থেকে দল গঠনে কর্ণধারদের হস্তক্ষেপ দলের জন্য বেশি বড় সমস্যার বিষয়। ‘অধিনায়কত্বের থেকে ওরা যেভাবে দল তৈরি করেছিল, তা ওদের সমস্যায় ফেলছে। আমার মতে দলের কর্ণধারদের হস্তক্ষেপ পরিস্থিতি খারাপ করেছে। ওরা পান্ডিয়া ভাইদের ছেড়ে দিয়েছে, কুইন্টন ডি’কককে রাখেনি, ট্রেন্ট বোল্টকেও নেয়নি।’ দাবি পাক প্রাক্তনীর। তবে দলের ব্যর্থতার মধ্যেও বাবর আজম কিন্তু ব্যাট হাতে ১০ ম্যাচে ৩৪৩ রান করেছিলেন। রোহিত ব্যাটার হিসাবেও ফ্লপ। সব মিলিয়ে বলতেই হবে, মুম্বইয়ের এবারে প্লে-অফে উঠার আর কোনো আশা নেই।
For all the latest Sports News Click Here