বাবরদের দায়িত্ব পেয়েই ভারতকে খোঁচা, শাহিনদের ওপর বাজি ধরলেন হেডেন
চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেনকে মেন্টরের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের কোচিং স্টাফদের মধ্যে ইতিমধ্যেই একজন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছে। পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ হয়েছেন শন টেট। টেইটের তত্ত্বাবধানে পাকিস্তানি বোলাররাও বেশ মুগ্ধ করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে তাই অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের দলে যোগ করাচ্ছে পাকিস্তান। এটাকে শুভ লক্ষণ বলে মনে করে ক্রিকেট মহল।
শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ঘোষণা করেছে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যখন দল সেমিফাইনালে পৌঁছেছিল তখন ম্যাথু হেডেনও পাকিস্তানের কোচিং স্টাফের একটি অংশ ছিলেন। ২০২১ সালেরT20 বিশ্বকাপে লিগ রাউন্ডে ভারত, নিউজিল্যান্ড,আফগানিস্তান,স্কটল্যান্ড এবং নামিবিয়াকে হারিয়েছিল পাকিস্তান।
আরও পড়ুন… কোহলির সেঞ্চুরিতে ডি’ভিলিয়ার্সের বিশেষ পোস্ট, ভাইরাল হল অনুষ্কার প্রতিক্রিয়া
পিসিবি-র তরফে বলা হয়েছে ১৫ অক্টোবর ক্রাইস্টচার্চ থেকে দল সেখানে পৌঁছালে হেডেন ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন। সেখানে নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। পিসিবি প্রধান রমিজ রাজা বলেছেন,‘আমি আবারও পাকিস্তানের জার্সিতে ম্যাথু হেডেনকে স্বাগত জানাই। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানি দলের জন্য খুবই উপযোগী প্রমাণিত হবেন তিনি।’
তার নিয়োগের বিষয়েম্যাথু হেডেন বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের সঙ্গে পুনরায় একত্রিত হতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। আমি দেখেছি এশিয়া কাপে পাকিস্তান কেমন করছে এবং ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আক্রমণত্মক মেজাজটা দেখেছি। রবিবারের জয়টা ছিল অসাধারণ। পাকিস্তানের ড্রেসিংরুমে ফিরে আসতে পেরে আমি খুবই উত্তেজিত।’ ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৩ অক্টোবর মেলবোর্নে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।
আরও পড়ুন… ধর্ষণ মামলায় এফআইআর দায়ের, লামিচানেকে সাসপেন্ড করল নেপাল ক্রিকেট সংস্থা
ম্যাথু হেডেন আরও বলেছেন, ‘এই পাকিস্তান দলটি অস্ট্রেলিয়ায় পারদর্শী হতে গেলে যা দরকার তার সব রয়েছে। অস্ট্রেলিয়ার কন্ডিশন তাদের জন্য উপযুক্ত হবে। ব্যাটিং এবং বোলিং উভয় দিক থেকেই পাকিস্তান দল লাভবান হবে। এই দলটি তার সমস্ত দিক কভার করেছে এবং আমি নিশ্চিত যে এটি গত বছর সংযুক্ত আরব আমির শাহির মতো বিশ্বকাপকে আলোকিত করবে।’
For all the latest Sports News Click Here