‘বাপ’ হয়েছে ‘লঙ্কা’, সংলাপ বদলে কি লক্ষ্মীলাভ করলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা?
‘জ্বলেগি ভি তেরে বাপ কি…’, বজরংবলীর মুখে সংলাপ বিতর্কের পর অবশেষে তা বদলেছেন নির্মাতারা। ‘বাপ’ শব্দ বদলে সেই জায়গায় ‘লঙ্কা’ শব্দটি বসানো হয়েছে। চলতে সপ্তাহ থেকেই বজরংবলীকে এই নতুন সংলাপ বলতে শোনা যাচ্ছে। তবে সংলাপ বদল করে কি দর্শকদের মন ভরাতে পারলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা? বক্স অফিসে কি তার কোনও প্রভাব পড়ল? কী বলছে রিপোর্ট?
‘আদিপুরুষ’-এর বক্স অফিস রিপোর্ট বলছে লাভের লাভ কিছুই হয়নি। সংলাপ বদলের পরও ক্রমাগত ছবির ব্যবসায় পতন অব্যাহত। সোমবার ছবির আয় ২০ কোটিতে নেমে আসার পরে মঙ্গলবার সেই আয় দাঁড়িয়েছিল ১০ কোটিতে। আর বুধবার ‘আদিপুরুষ’এর সংগ্রহ মাত্র ৭.৫০ কোটি টাকা।
আরও পড়ুন-‘কুকুর-বিড়ালকেও TVতে দেখা যায়, তোকে কবে দেখব?’ শুরুর দিকে বাবা-মার কাছে শুনতে হয়েছিল নওয়াজকে
আরও পড়ুন-বজরংবলীর ভাষা শুনে দেশে লঙ্কাকাণ্ড! হুমকির মুখে চিত্রনাট্যকারকে নিরাপত্তা দেবে পুলিশ
Sacnilk.com-এর একটি প্রতিবেদন অনুসারে, প্রাথমিক অনুমান থেকে জানা যায় যে ‘আদিপুরুষ’ মুক্তির ষষ্ঠ দিনে দাঁড়িয়ে গোটা দেশে সমস্ত ভাষায় মাত্র ৭.৫০ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে দেশীয় বাজারে এই ছবির আয় মাত্র ২৫৫.৩০ কোটি টাকা। বিশ্বব্য়াপী এই ছবির আয় ৩৯৫ কোটি টাকা। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে বুধবার ‘আদিপুরুষ’ সামগ্রিক আয়ের ৯.৪৪ শতাংশ হিন্দি থেকেই এসেছে।
এদিকে বিতর্কের জেরে বক্সঅফিসে হোঁচট খেতেই টিকিটের দামে রদবদল করেছেন ছবির নির্মাতারা। টি সিরিজ প্রযোজিত এই ছবির তরফে দর্শকদের জন্য টিকিটের দামে বিশেষ ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই ছবির টিকিট মাত্র ১৫০ টাকায় কিনতে পাওয়া যাবে বলে জানানো হয়।
টি সিরিজের তরফে সোশ্যাল মিডিয়ায় ‘আদিপুরুষ’-এর একটি পোস্টার শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয় ‘২২ এবং ২৩ জুন আদিপুরুষ ছবির টিকিটে রয়েছে বিশেষ অফার। এই দুই দিন যাঁরা আদিপুরুষ দেখতে আসবেন তাঁরা মাত্র ১৫০ টাকায় থ্রি -ডিতে এটি দেখতে পাবেন। সমস্ত ভারতীয়রাই এবার দেখবেন আদিপুরুষ। সমস্ত পরিবারকে এই দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ডায়ালগ পরিবর্তন করা হয়েছে।’ একই সঙ্গে লেখা হয়, ‘এই মহাকাব্য এবার ৩ ডিতে দেখুন, সেটাও একদম পকেট ফ্রেন্ডলি দামে। টিকিটের দাম শুরু ১৫০ থেকে।’ যদিও এই অফার থেকে বঞ্চিত হয়েছে দেশের কিছু রাজ্য, এর মধ্যে রয়েছে অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কেরল এবং তামিল নাড়ু।
For all the latest entertainment News Click Here