বাপ কা বেটা! দর্শকদের শাহরুখের কথা মনে করালেন আরিয়ান, কী করলেন তিনি
শনিবার দুপুরে মুম্বই ছাড়লেন আরিয়ান খান। ক্রিসমাসের আগেই শাহরুখ খান এবং গৌরী খানের জ্যেষ্ঠ পুত্র শহরে ছেড়ে বাইরে গেলেন। যদিও কোথায় গেলেন তিনি সেটা জানা যায়নি। মনে করা হচ্ছে তিনি হয়তো এবারের বড়দিন পরিবারের সঙ্গেই কাটাবেন না। এদিন তাঁর সঙ্গে সিকিউরিটিরা ছিলেন। তাঁর পরিবারের কাউকেই বিমানবন্দরে দেখা যায়নি।
এক পাপারাজ্জির শেয়ার করা ভিডিয়োতে দেখা যায় তিনি বিমানবন্দরের টার্মিনাল গেট গিয়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে গেলেন। তাঁর পরনে ছিল রিপড জিন্স এবং একটি কালো টিশার্ট। সঙ্গে একটি কালো জ্যাকেট পরেছিলেন তিনি। তাঁর কাঁধে একটি ব্যাকপ্যাক ছিল। ফটোগ্রাফারদের জন্য পোজ দিয়ে তিনি গেটের দিকে এগিয়ে যান। এমনকি বিমানবন্দরের সিকিউরিটিকে সালামও করেন। তাঁর সঙ্গে একাধিক সিকিউরিটি ছিল।
আরিয়ানের এই ভিডিয়োতে অনেকেই কমেন্ট করেছেন। এক ব্যক্তি এই ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে লেখেন, ‘ওহ এই শেষ সালামটা।’ আরেক ব্যক্তি লেখেন, ‘বাবার মতো সবাইকে সম্মান দিতে শিখেছেন। নিজের সমস্ত ভক্তদের কী সুন্দর সম্মান দেন।’ এক ব্যক্তি জানিয়েছেন যে তাঁর মনে হচ্ছে আইপিএলের নিলাম সংক্রান্ত কোনও কাজেই হয়তো তিনি শহর ছাড়লেন।
আরিয়ানকে বরাবর শাহরুখের বিভিন্ন ব্যবসার কাজ সামলাতে দেখা গিয়েছে। তিনি শাহরুখের টিম কলকাতা নাইট রাইডার্সের নিলামেও অংশ নেন তাঁর বোনের সঙ্গে।
সম্প্রতি কিং খান পুত্র জানিয়েছেন তিনি বলিউড পা রাখতে চলেছেন। সেই সংক্রান্ত একটি পোস্টও করেছিলেন তিনি ইনস্টাগ্রামে। তবে বোন সুহানা খানের মতো অভিনয়ে নয়। তিনি থাকবেন ক্যামেরার পিছনে। পরিচালক হতে চলেছেন আরিয়ান। শীঘ্রই তাঁর নতুন ছবির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। তাঁর বলিউডের ডেবিউ ছবির অপেক্ষায় অনেকেই।
For all the latest entertainment News Click Here