বাপেরবাড়ি যাবেন স্ত্রী ধনশ্রী, ডিভোর্সের জল্পনা এড়িয়েও নাচ যুজির, ফাঁস ভিডিয়ো
এক মাসের জন্য বাপেরবাড়ি যাচ্ছেন স্ত্রী ধনশ্রী। তা শুনেই আনন্দে নাচতে শুরু করে দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মঙ্গলবার রাজস্থান রয়্যালয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে ধনশ্রীকে বলতে শোনা যায়, ‘আমি এক মাসের জন্য বাপেরবাড়ি যাচ্ছি।’ তা শুনে আনন্দে লাফিয়ে ওঠেন চাহাল। বউয়ের গাল টিপে দিয়ে বসে-বসেই নাচতে শুরু করেন। তারপর দাঁড়িয়েও নাচতে থাকেন। আর ধনশ্রীর মুখে ‘এটা কী হচ্ছে’ অভিব্যক্তি দেখা যায়। মজার ছলে বানানো সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের জল্পনা
সম্প্রতি সোশ্যাল মিডিয়া চাহাল এবং ধনশ্রীর বিচ্ছেদের জল্পনা ছড়িয়েছিল। নেপথ্যে ছিল ধনশ্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। নিজের প্রোফাইল থেকে স্বামীর পদবি সরিয়ে দিয়েছিলেন ধনশ্রী। আর সেই নিয়েই যাবতীয় জল্পনার সূত্রপাত হয়েছিল। যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে দেন চাহাল এবং ধনশ্রী।
চাহাল বলেন, ‘আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ আমাদের সম্পর্ক সম্পর্কিত যে কোনও ধরণের গুজবে বিশ্বাস করবেন না। দয়া করে এটি এখানেই শেষ করুন। যদি আপনি না করেন সবকিছু জানি না, এটা নিয়ে এগিয়ে যাবেন না।’ একইসুরে ধনশ্রী জানান, লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। আরও একটি অস্ত্রোপচার করতে হবে। চাহালের সঙ্গে বিচ্ছেদের যে খবর ছড়িয়েছে, তা অত্যন্ত ঘৃণ্য।
আরও পড়ুন: Chahal-Dhanashree: ডিভোর্সের জল্পনার মাঝে ‘নতুন জীবন শুরু’র কথা চাহালের মুখে,ধনশ্রী কি প্রেগন্যান্ট?
তারইমধ্যে নয়া জল্পনা তৈরি করেন চাহাল। জীবনে বড় বদলের ইঙ্গিত দিয়েছিলেন তারকা ভারতীয় স্পিনার। ইনস্টাগ্রামে নতুন একটি স্টোরি পোস্ট করেছিলেন। তাতে লিখেছিলেন, ‘New Life Loading (নতুন জীবন লোডিং)।’ নেটিজেনদের বেশিরভাগের ধারণা ছিল, এই দম্পতি হয়তো শীঘ্রই বাবা-মা হতে চলেছেন। সেই কারণেই ‘নতুন জীবন লোডিং’-র কথা বলেছেন চাহাল। যদিও দুই থেকে তিন হওয়ার বিষয় নিয়ে পুরোপুরি ‘স্পিকটি নট’ নীতি নিয়েছেন চাহাল-ধনশ্রী।
For all the latest Sports News Click Here