বাথরুমে ঢুকে এই বিশেষ কাজ করবে মেয়ে জাহ্নবী, তাই ছিটকিনিই লাগাতে দেননি শ্রীদেবী!
সম্প্রতি এক ফ্যাশন ম্যাগাজিনকে নিজের চেন্নাইয়ের বাংলো ঘুরিয়ে দেখিয়েছেন জাহ্নবী কাপুর। ‘মিলি’ অভিনেত্রী দেখিয়েছেন সেই বাড়িটা যেটা নিজের হাতে যত্ন করে সাজিয়েছিলেন শ্রীদেবী। বাড়ির যেই ঘরটা তাঁর সবচেয়ে পছন্দ সেটাও দেখান। বড় ঝাঁ চকচকে বাথরুমও বাদ যায়নি। একটা স্টেটমেন্ট ওয়ালে সাজানো আছে বনি আর শ্রীদেবীর একাধিক ছবি নানা বয়সের।
বাড়িতে রয়েছে একাধিক পেইন্টিং। সেগুলোর প্রসঙ্গে জাহ্নবী জানান, ‘মম পেইন্টিংয়ের সঙ্গে ভালোলাগা খুঁজে পেয়েছিল এই বাড়িতেই। ছুটির দিনগুলি এভাবেই কাটাতাম। আমি আর খুশি তো মুখিয়ে থাকতাম মায়ের সঙ্গে ছুটি কাটাতে। আর ওখান থেকে আমাদেরও ছবি আকার শখ।’
নিজের বাড়ির মাস্টার বেডরুমও ঘুরে দেখান জাহ্নবী। আর তখনই অবাক হয়ে দেখা যায় সেই ঘরের লাগোয়া বাথরুমে কোনও ছিটকিনি নেই। আর এটার কারণও জানান তিনি। বলেন, ‘আমার মনে আছে বাথরুমে ছিটকিনি লাগাতে দেননি মা নিজেই। ওঁর ভয় ছিল আমি বুঝে বাথরুমে ঢুকে ছেলেদের সঙ্গে কথা বলব। তাই নিজের বাথরুম লক করার অনুমতি আমার ছিল না। এখন তো গোটা ঘরেরই বদল হয়েছে, তবে বাথরুমটা একই আছে, লক ছাড়া।’
বাড়িতে একটা ‘সিক্রেট রুম’ও আছে, যেখানে কী আছে জাহ্নবী নিজেও জানেন না। ‘আমিও জানি না ওখানে কী রাখা থাকে। মনে হয় কিছু রহস্যময়।’, বলেন শ্রীদেবী-র মেয়ে।
তিনি জানান, এই বাড়িটা তাঁর ভালো লাগে কারণ পুরনো অনেক স্মৃতি আছে এখানে। আর নতুনের ছোঁয়াও রয়েথে একাধারে। বাড়ির একটা অংশ সাজানো রয়েছে পরিবারের নানা ছবিতে, যেখানে একান্তে সময় কাটাতে তিনি খুবই পছন্দ করেন।
প্রসঙ্গত, জাহ্নবী প্রথমবার কাজ করেছেন বাবা বনি কাপুরের সঙ্গে মিলি-তে। সদ্য মুক্তি পাওয়া এই ছবিখানা খুব প্রশংসা পেয়েছে সকলের থেকে। থ্রিলারের পরিচালনায় জাতীয় পুরস্কার বিজয়ী মাথুকুট্টি জেভিয়ার। মালয়ালম ছবি ‘হেলেন’-এর রিমেক ‘মিলি’। জাহ্নবী ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মনোজ পাহওয়া এবং সানি কৌশল। ১৯৯৬ সালে বিয়ে করেন শ্রীদেবী আর বনি। তাঁদের বড় মেয়ে জাহ্নবী আর ছোটমেয়ে খুশি। দুজনেই এন্ট্রি নিয়ে ফেলেছেন বলিউডে। ২০২৩ সাল আসবে খুশির প্রথম ছবি নেটফ্লিক্সে। জোয়া আখতারের পরিচালনায় ‘দ্য অর্চিস’।
For all the latest entertainment News Click Here