বাথরুমের দরজায় পৌঁছে দিলেন বাদশা, নিজে রেঁধে খাওয়ালেন! হোস্ট শাহরুখে মুগ্ধ তরুণী
মুম্বইয়ের বান্দ্রার ব্যান্ড স্ট্যান্ডে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে শাহরুখের ‘মন্নত’। মায়ানগরীর অন্যতম দর্শনীয় স্থান। লোকে বলে মুম্বই দর্শন অসম্পূর্ণ থেকে যায় ‘মন্নত’-এর দরজার সামনে দাঁড়িয়ে ছবি না তুললে। প্রতিদিন হাজার হাজার ভক্ত এই অট্টালিকার সামনে ভিড় করে। মনে মনে আশা যদি একবার তাঁর দর্শন মেলে…..
কিন্তু, মন্নতের ভিতরে প্রবেশের সৌভাগ্য আসে খুব কম মানুষের ঝুলিতে। বলিউড তারকাদের আনাগোনা লেগেই থাকে শাহরুখের বাড়িতে, কিন্তু সম্প্রতি এক উঠতি মডলের ডাক পড়েছিল মন্নতে। শাহরুখ-গৌরীর সাজানো রাজপ্রাসাদ শুধু ঘুরে দেখেননি সেই কন্যে, বরং শাহরুখ খান নিজে রান্না করে খাইয়েছেন ওই মডেলকে। তাঁর নাম নভপ্রীত কৌর। এই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তরুণী।
ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে তোলা সেলফি ভাগ করে নিয়েছেন নভপ্রীত, সঙ্গে রয়েছে তাঁর জন্য বাদশার তৈরি করা পিৎজার ছবিও। দীর্ঘ পোস্ট ওই মডেলকন্যা লেখেন সেইদিনের স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না তিনি, শুরুতে ভেবেছিলেন এই সাক্ষাতের কথা কাউকে জানাবেন না। তবে নিজেকে আর আটকে রাখতে পারলেন না।
নভপ্রীত লেখেন, ‘উফ.. আমাদের জীবনের সেরা দিন মন্নতে। কিং খান নিজের হাতে পিৎজা তৈরি করে আমাকে খাওয়ালেন, তাও ভেজ পিৎজা। কারণ কিছু পাঞ্জাবি নিরামিষাশীও হয়। যখন ওঁনার বাড়িতে ছিলাম সবটাই স্বপ্নের মতো মনে হচ্ছিল। বিশ্বাস করতে পারছিলাম না, মনে হচ্ছিল এই বুঝি কেউ আমাকে স্বপ্ন থেকে জাগিয়ে তুলবে। যদিও শাহরুখের সামনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম, কারণ আমি সেখানে জ্ঞান হারাতে চাইনি। খাবার টেবিলে বসে খাওয়া তো দূর অস্ত, শাহরুখ আর ওঁনার পরিবারের সঙ্গে বসে মনে হচ্ছিল উত্তেজনায় পেট ভরে গিয়েছে’।
এখানেই শেষ নয়, আতিথেয়তার মামলায় শাহরুখের ধারেকাছে নেই কেউ তা কারুর অজানা নয়। নভপ্রীত জানান, নিজের উত্তেজনা চাপতে বাথরুমে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। খাবার টেবিল থেকে ওঠে শাহরুখ নিজে তাঁকে বাথরুমের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। ভিতরে প্রবেশ করে সজোরে চিৎকার করতে চাইছিলেন নভপ্রীত, কোনওরকম নিজেকে সামলে নেন। তবে নিজের সঙ্গে ঘটা এই ঘটনাপ্রবাহ কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তাঁর।
শুধু শাহরুখ নয়, কিং খানের গোটা পরিবারকে প্রশংসায় ভরিয়ে দেন নভপ্রীত। লেখেন, শাহরুখের স্ত্রী গৌরী অত্যন্ত ভাল মানুষ। আব্রাম তাঁর নতুন বেস্ট ফ্রেন্ড। আরিয়ান বাইরে থেকে দেখতে অ্যাংরি ইয়াং ম্যান লাগলেও আদতে সে খুবই নরম মনের মানুষ বলে নভপ্রীতের মনে হয়েছে। সুহানার ব্য়ক্তিত্ব তাঁকে মুগ্ধ করেছে। শাহরুখের উপস্থিতিতে এতটাই উত্তেজিত ছিলেন মডেল, যে পিৎজার একটা স্লাইস খেয়েই তাঁর পেট ভরে যায়।
ঘটনার ঘনঘটা এখানেই শেষ নয়। খাওয়া-দাওয়া পর্ব মিটতে শাহরুখ নিজে নীচে এসে নভপ্রীতকে তাঁর ক্যাবে তুলে দেন। সুযোগ পেয়ে ক্যাব ড্রাইভারও শাহরুখের সঙ্গে সেলফি তোলার সুযোগ ছাড়েননি বলে জানান ওই মডেল। ঠিক কী কারণে মন্নতে আমন্ত্রিত ছিলেন নভপ্রীত তা স্পষ্ট করেননি তিনি, তবে তাঁর এই ফ্যানগার্ল মুহূর্তের কথা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
For all the latest entertainment News Click Here