‘বাড়ির পরিচারকদের থেকে হিসেব নেয় প্রতি সপ্তাহে’, ক্যাটরিনার স্বভাব ফাঁস ভিকির
বিয়ের পিঁড়িতে বসেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ এক বছরের বেশি সময় আগে। আর বেশ চুটিয়েই সংসার করছেন ক্যাটরিনা পুরো পাকা গিন্নির মতো। ভিকি তাঁর নতুন সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারের সময় সংসারের গোপন টুকটাক কথা ফাঁস করছেন বারবার। এবার অভিনেতা যেমন জানালেন, তাঁর বউ পরিবারের পরিচারকদের সঙ্গে সপ্তাহে একদিন করে মিটিং করেন এবং খরচের হিসেব নেন।
সম্পর্কের খবর ঘুণাক্ষরেও সামনে আসতে দেননি ভিকি আর ক্যাটরিনা বিয়ের আগে। ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে রাজকীয় কায়দায় সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। দুই পরিবারের সদস্য আর খুব কাছের কিছু বন্ধুদের নিয়ে হয়েছিল সেই বিয়ের আয়োজন। মিডিয়ার প্রবেশের অধিকার ছিল না। না ছিল অতিথিদের ফোটো তোলার অনুমতি।
‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারে ‘নিউজ তক’-এর সঙ্গে কথোপকথনে ভিকি বলেন, ‘সবচেয়ে মজার অভিজ্ঞতা হয় যখন ও (ক্যাটরিনা) প্রতি সপ্তাহে বা প্রতি দু সপ্তাহে বাড়িতে একটা মিটিং করে। বাড়ির প্রতিটা কর্মচারীকে একত্রিত করে এবং বাড়ির বাজেট নিয়ে আলোচনা করে। কীভাবে, কোথায় টাকাপয়সা খরচ হচ্ছে সব কিছুর হিসেব নেয়। এটা একটা দুর্দান্ত জিনিস। আর যখন সেই আলোচনা হয়, আমি সেটা দারুণভাবে উপভোগ করি। আমি একজন শ্রোতার ভূমিকায় থাকি। একেবারে পপকর্ন নিয়ে বসে পড়ি।’
ভিকি আরও শেয়ার করেন তাঁর আর ক্যাটরিনার মধ্যে সঞ্চয় বেশি করেন তিনিই। তবে শপিং করার সময় পেনি পিনচারের ভূমিকা উভয়ের মধ্যেই ঘুরতে থাকে। আসলে পুরোটাই নির্ভর করে কী কেনা হচ্ছে, আর সেটা কীনতে কে কতটা আগ্রহী। ভিকির কথায়, ‘এটা নির্ভর করে আমরা কী কিনছি এবং কে তাতে বেশি আগ্রহী। আমরা যদি এমন কিছু কিনছি যাতে আমি বেশি আগ্রহী, তাহলে সে বলে যে আমাদের বাজেটই মেনে চলা উচিত। যদি সেটা এমন কিছু হয় যাতে সে আগ্রহী, আর আমি বলি ‘কেন এত খরচ…’ এবং তারপরে সে বলে, ‘না না, আমার এটা খুব পছন্দ।’
এর আগে ভিকিকে মজার ছলে বলতে শোনা গিয়েছিল, ‘ম্যাডাম একদিন একটা বার কেনার কথা বলল। আমি দাম দেখেই না করে দিলাম। ওটার জন্য যে খরচ পড়বে, একটা সিনেমা সাইন করে আমি তা পাই। আমি ওকে বললাম ওখান থেকে পানীয় পান করলে আমার নেশাই হবে না। এর থেকে ভালো আমিই তোমায় সার্ভ করব।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)’
For all the latest entertainment News Click Here